পরিবেশের কথা মাথায় রেখে ১০০০ ই-বাস চালাবে রাজ্য সরকার
প্রথম ধাপে সরকারি বাসগুলিকে সিএনজিতে রূপান্তিরিত করার পর, ধাপে ধাপে বেসরকারি বাসগুলিতেও অনুরূপ পরিবর্তন আনা হবে।

কলকাতায় এখন ১০০টি ই-বাস চলছে। পরিবেশের কথা মাথায় রেখে সেই সংখ্যা শীঘ্রই এক হাজারে নিয়ে যাওয়া হবে। বণিকাসভা বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক অনুষ্ঠানে বুধবার একথা জানিয়েছেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, ২০১১ সালের পর থেকেই তাঁরা পরিবেশ-বান্ধব পরিবহণের উপর গুরুত্ব দিয়েছেন। যানবাহন কতটা দূষণ ছড়াচ্ছে, তার পরিমাপ করতে দেশের প্রথম ‘রিমোট সেন্সিং ডিভাইস’ বা ‘আরএসডি’ ব্যবহার করা হচ্ছে এখানে।
পাশাপাশি সরকার ডিজেল চালিত বাসগুলিকেও সিএনজি বাসে রূপান্তরিত করার উদ্যোগ নিচ্ছে। আগামী দিনে ৩০০টি বাসকে সিএনজিতে চালানোর লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার, জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, প্রথম ধাপে সরকারি বাসগুলিকে সিএনজিতে রূপান্তিরিত করার পর, ধাপে ধাপে বেসরকারি বাসগুলিতেও অনুরূপ পরিবর্তন আনা হবে।