এবার উত্তরবঙ্গ ভ্রমণ আরও সহজ, জুলাইয়ে চালু হচ্ছে বাংলার দ্বিতীয় বৃহত্তম সেতু
পাহাড় প্রেমীদের জন্য সুখবর!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পাহাড় প্রেমীদের জন্য সুখবর! এবার থেকে আর কলকাতা থেকে উত্তরবঙ্গ যেতে বেশি সময় লাগবে না। দ্রুত চালু হতে চলেছে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম সেতু। ফরাক্কায় ১২ নম্বর জাতীয় সড়কের ওপর সেতুর কাজ শেষ হলে অল্প সময়েই উত্তরবঙ্গে পৌঁছে যাওয়া যাবে। কলকাতা থেকে মালদা বা রায়গঞ্জ বা শিলিগুড়ি যেতে হলে ফরাক্কা ব্যারেজের উপর দিয়ে যেতে হয়। যানজট যেভাবে প্রতিদিন বাড়ছে, দ্বিতীয় সেতু চালু হলে সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে। সূত্রের খবর, ফরাক্কা থেকে মালদা যেতে বাঁদিকের প্রথম লেনে সম্ভবত ১৫ জুলাই থেকে যান চলাচল শুরু করে দেওয়া হবে। অন্য লেন দুর্গা পুজোর আশেপাশে খুলে দেওয়া হবে।
মুর্শিদাবাদ থেকে মালদা যাওয়ার সড়ক পথে ও রেলপথে পড়ে ফরাক্কা সেতু। ফরাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশে ব্যারেজের ওপর অবস্থিত সড়ক পথ ও রেলপথ। ২০১৬ সালের অক্টোবরে পুরোনো সেতু থেকে ৩০ মিটার দূরে নতুন সেতু নির্মাণের কাজ শুরু হয়। ২০১৯ সালের ১ জানুয়ারি মালদায় বৈষ্ণবনগরের লক্ষ্মীপুর এবং মুর্শিদাবাদে ফরাক্কার গঙ্গার উপরে সোজাসুজি চার লেনের দ্বিতীয় সেতুর কাজের সূচনা হয়। প্রকল্পের জন্য বরাদ্দ হয় ৫২১ কোটি টাকা।
উল্লেখ্য, গোটা দেশের সঙ্গে উত্তর-পূর্ব ভারতকে রেল ও সড়কপথে জুড়তে ছয়ের দশকে গঙ্গার উপর ফরাক্কা ব্যারেজ ও সেতু তৈরির উদ্যোগ নেওয়া হয়৷ ১৯৭২ সালে ২৪০০ মিটার লম্বা সেতু চালু হয়। কিন্তু একই সঙ্গে রেল ও সড়ক যোগাযোগ থাকায় সেতুর উপর চাপ বাড়ছে। বিকল্প সেতু নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দেয়। পুরোনো রেল সেতুর ওপর চাপ কমাতে দ্বিতীয় রেল ব্রিজ গড়ার প্রস্তাব দেওয়া হয়েছে।