৫২ দিনের মাথায় গুড়াপে শিশুকন্যা ধর্ষণ ও খুনের বিচার, সাজা ঘোষণা শুক্রবার

৫৪ দিনের মাথায় গুড়াপে শিশুকন্যা ধর্ষণ ও খুনের বিচার, সাজা ঘোষণা শুক্রবার

January 15, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
— প্রতীকী চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জয়নগর, ফারাক্কা পর আবারও এক নাবালিকা খুন ও ধর্ষণের মামলায় রেকর্ড সময়ে সাফল্য পেল পশ্চিমবঙ্গ পুলিশ। মাত্র ৫২ দিনের মাথায় গুড়াপে শিশুকন্যা ধর্ষণ ও খুনের বিচার সম্পন্ন হল। অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে আদালত। আগামী শুক্রবার এই মামলার রায়দান হবে।

উল্লেখ্য, বিগত বছরের নভেম্বরে হুগলির গুড়াপে পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষন করে খুনের অভিযোগে গ্রেপ্তার হয় প্রতিবেশী। দীর্ঘক্ষণ ধরে নিখোঁজ থাকার পর বাড়ি থেকে কিছুটা দূরে এক প্রতিবেশীর ঘর থেকে রক্তাক্ত ও অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় নাবালিকাকে। দ্রুত মেয়েটিকে হুগলির ধনিয়াখালি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশের দ্বারস্থ হয় পরিবার। মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে প্রতিবেশীকে গ্রেপ্তার করে পুলিশ। পকসো আইনে মামলা রুজু করা হয়। আজ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল আদালত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen