শুভেন্দুর বিরুদ্ধে BLO-দের হুমকি দেওয়ার অভিযোগ, কমিশনের দ্বারস্থ তৃণমূল

November 1, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:০০: শুরু হয়েছে SIR, চড়তে শুরু করেছে বঙ্গ রাজনীতির পারদ। এই আবহে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্যের বুথ স্তরের আধিকারিকদের (BLO) হুমকি দেওয়ার অভিযোগ উঠল। সেই সংক্রান্ত ভিডিও দেখিয়ে এবার নির্বাচন কমিশনে অভিযোগ জানাল তৃণমূল। অবিলম্বে শুভেন্দুর বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানানো হয়েছে বাংলার শাসক দলের তরফে। নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত কোনও সরকারি কর্মীকে আগামীতে যাতে কেউ ভয় দেখাতে না-পারেন, তা নিশ্চিত করতেও বলা হয়েছে তৃণমূলের তরফে কমিশনে পাঠানো চিঠিতে।

কমিশনকে দেওয়া চিঠিতে তৃণমূলের দাবি, ‘‘ভোটার তালিকার অখণ্ডতা রক্ষার দায়িত্ব যে সমস্ত সরকারি কর্মীকে দেওয়া হয়েছে, তাঁদের খুব পরিকল্পিতভাবে ভয় দেখানো হচ্ছে। বিষয়টিকে এখন থেকে গুরুত্ব না-দিয়ে দেখা হলে পশ্চিমবঙ্গে স্বচ্ছ, অবাধ নির্বাচন সম্ভব হবে না।’’ এরপরই শুভেন্দুর মন্তব্যের কথা উল্লেখ রয়েছে চিঠিতে। SIR ঘোষণার পর শুভেন্দুর মতো নির্বাচিত জনপ্রতিনিধির মুখে এহেন মন্তব্য ফৌজদারি অপরাধের সমতুল্য। ভারতীয় ন্যায় সংহিতার ৩৫১ ধারার আওতায় পড়ে তা।

তৃণমূলের দাবি, বিরোধী দলনেতার মন্তব্যের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ করতে হবে। পুলিশকে FIR নির্দেশ দিতে হবে। সকল BLO এবং অন্য নির্বাচনী আধিকারিক যাতে রাজনৈতিক ভয়, হুমকি থেকে রেহাই পান, তা সুনিশ্চিত করতে দ্রুত প্রতিরক্ষামূলক নির্দেশিকা জারি করতে হবে। বিজ্ঞপ্তি জারি করে কমিশনের তরফে সকল রাজনৈতিক দলকে বলে দিতে হবে, নির্বাচনী আধিকারিকদের ভয় দেখালে আইনানুগভাবে কী কী হতে পারে।

সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সামনে কিছুদিন আগেই শুভেন্দু বলেন, ‘‘বিহারের ৫২ জন BLO কিন্তু এখনও জামিন পাননি। আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে। জেলে যাওয়ার জন্য তথ্য-নথি আমরা জোগাড় করে দেব।’’ এরপরই সরব হয় তৃণমূল। শুভেন্দুর বিরুদ্ধে BLO-দের ভয় দেখানোর অভিযোগ এনে শুক্রবার রাতে কমিশনে চিঠি পাঠায় তৃণমূল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen