SIR নিয়ে আতঙ্ক নয়, ভোটারদের পাশে থাকার আশ্বাস তৃণমূলের

November 3, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:০৭: SIR শুরু হওয়ায় ভোটার তালিকা নিয়ে রাজ্য জুড়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে আশ্বাস দিল তৃণমূল। দলের তরফে জানানো হয়েছে, কারও নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বে না এবং কাউকে আতঙ্কে থাকতে হবে না।

দলের একটি সামাজিক মাধ্যমে পোস্টে বলা হয়েছে, রাজ্যের প্রতিটি পুরসভা ও পঞ্চায়েত এলাকায় হেল্পডেস্ক (Help desk) খুলবে তৃণমূল। কর্মীরা সাধারণ মানুষকে সাহায্য করবেন। প্রতিটি বিধানসভায় তৈরি হবে ওয়ার রুম (War Room)। স্থানীয় জনপ্রতিনিধিরা দায়িত্বে থাকবেন। ব্লক লেভেল অফিসারদেরও (BLO) প্রশাসনের তরফে প্রয়োজনীয় সাহায্য দেওয়া হবে।

তৃণমূল দাবি করেছে, SIR শুরুর প্রথম দিন থেকেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এই প্রক্রিয়ায় মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন। দল জানাচ্ছে, ভোটার তালিকা সংশোধনের কাজে যাতে কেউ ভোগান্তিতে না পড়েন, তা নিশ্চিত করতে মাঠে থাকবে সংগঠন।

শুক্রবার ভার্চুয়াল বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানিয়ে দেন, আগামী ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে তৃণমূলের (TMC) এসআইআর ক্যাম্প (SIR Camp), যা চলবে এক মাস ধরে। রাজ্যজুড়ে ৬২০০টি ক্যাম্প ধাপে ধাপে চালু হবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

তৃণমূল সূত্রে জানা গেছে, রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে একটি করে ওয়ার রুম গড়ে তোলার নির্দেশ দিয়েছেন অভিষেক। প্রতিটি ওয়ার রুমে থাকবেন ১৫ জন করে সদস্য। উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ নজর দিতে বলেছেন তিনি।

৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে হেল্পডেস্ক পরিষেবা। এসআইআর সংক্রান্ত যেকোনও সমস্যা সমাধানে এই হেল্পডেস্কে সাহায্য পাবেন সাধারণ মানুষ।

বুথ ভিত্তিক এজেন্টদের উদ্দেশে অভিষেকের স্পষ্ট বার্তা- “এক মিনিটও বিএলও-দের একা ছাড়া যাবে না। এনুমারেশন ফর্ম পূরণের সময় তাঁদের ছায়াসঙ্গী হয়ে থাকতে হবে।” তিনি আরও বলেন, “এই ছয় মাস আমাদের অ্যাসিড টেস্ট। প্রত্যেক বৈধ ভোটারের নাম তালিকায় তুলতে হবে, কেউ যেন বাদ না পড়ে।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen