X হ্যান্ডলে বিজেপিকে ‘খাদ্য ফ্যাসিস্ট’ বলে আক্রমণ করল তৃণমূল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১.৩০: চলতি মাসের শুরুতে ব্রিগেডে গীতাপাঠের আয়োজন করা হয়েছিল। সেখানে রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং পশ্চিমবঙ্গ বিজেপির শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। ওই কর্মসূচি চলাকালীনই ময়দান চত্বরে দু’জনকে চিকেন প্যাটিস বিক্রি করার জন্য মারধর করা হয় বলে অভিযোগ। এক প্যাটিস বিক্রেতাকে কান ধরে ওঠবস করানোরও অভিযোগ ওঠে। এই ঘটনা প্রসঙ্গে শনিবার সাংবাদিক সম্মেলনে বিজেপি ও প্রধানমন্ত্রীকে নিশানা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি বাংলায় ক্ষমতায় এলে পরিস্থিতি আরও জটিল হবে, সেই আশঙ্কা প্রকাশ করে বলেন, “এখন চিকেন প্যাটিস বিক্রি করছে বলে তাঁকে মারছে বিজেপি। এরা বাংলায় ক্ষমতায় এলে কী করবে?” এরপরই বলেন, “প্রধানমন্ত্রী স্বয়ং মাছ খাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন।”
সেই ভিডিয়ো পোস্ট করে X হ্যান্ডলে বিজেপিকে ‘খাদ্য ফ্যাসিস্ট’ বলে আক্রমণ করল তৃণমূল। তারা লিখেছে, ‘লোকের থালা পাহারা দেওয়াই এখন দলটার একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছে।’ চিকেন প্যাটি বিক্রেতার পাশে দাঁড়িয়ে তৃণমূল লিখেছে, ‘একজন দরিদ্র চিকেন প্যাটি বিক্রেতাকে অপমান, মারধর করা হয়েছে শুধু এই কারণে যে তিনি বিজেপির খাদ্য ফ্যাসিবাদকে উপেক্ষা করার সাহস দেখিয়েছিলেন। দলটার রাজনীতি এখন মানুষের থালা পাহারা দেওয়ায় এসে দাঁড়িয়েছে।’
বিজেপির বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণের রাজনীতির অভিযোগ বহু পুরনো। সেই প্রসঙ্গ টেনেই তৃণমূল লিখেছে, ‘ক্ষমতার নেশায় এরা ধর্মকে ব্যবসা বানিয়েছে আর ঘৃণাকে নির্বাচনী কৌশলে। ওরা বাংলার ইতিহাস, সংস্কৃতি কিছুই বোঝে না। শুধু ভয় দেখিয়ে আর বিভাজন ঘটিয়ে বাংলার দখল নিতে চায়।’
এর পরেই বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল। লিখেছে, ‘বাংলা সহাবস্থানের মাটি। জবরদস্তির নয়। এখানে ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতা রয়েছে। কোনও কিছু জোর করে চাপিয়ে দেওয়া হয় না। আর এই বাংলাকেই ঘৃণা করে বিজেপি। এটা তাদের বাংলা বিরোধী জমিদার সুলভ মানসিকতা।’ এর পরেই স্পষ্ট ভাষায় তৃণমূল লিখেছে, ‘এটা বাংলা, বাংলা প্রতিরোধ করতে জানে।’