ঈশ্বর বন্দনা করে প্রচার শুরু তৃণমূল প্রার্থীদের

শনিবার সকালে তারকেশ্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রামেন্দু সিংহ রায়ও তারকেশ্বর মন্দিরের পুজো দেন

March 7, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

শুক্রবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। আর শনিবারই তৃণমূল (Trinamool) প্রার্থীদের তাঁদের নিজের নিজের কেন্দ্রের প্রসিদ্ধ মন্দিরে পুজো দিতে দেখা গেল। প্রচার শুরুর আগে ঈশ্বর বন্দনায় মাতলেন তাঁরা। এদিকে, বিজেপির পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা হয়নি এখনও। তাই প্রার্থী তালিকায় যাতে নাম থাকে, সেই বাসনাতেও মন্দিরে পুজো দিতে দেখা যায় বেশ কয়েকজন বিরোধী নেতাকে। বিজেপির আরামবাগ জেলা সাংগঠনিক সহ-সভাপতি গণেশ চক্রবর্তী তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে বলেন, তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে বিজেপি যেন পরাজিত করতে পারে এবং স্থানীয় কোনও ব্যক্তিকে আমাদের দল যাতে প্রার্থী করে, সেই বাসনা নিয়ে তারকেশ্বর শিব মন্দিরে পুজো দিলাম।

শনিবার সকালে তারকেশ্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রামেন্দু সিংহ রায়ও তারকেশ্বর মন্দিরের পুজো দেন। ধনেখালির বিধায়ক অসীমা পাত্র শুক্রবার বিকেলেই সমর্থকদের নিয়ে মিছিল করে প্রচার শুরু করেছেন। শনিবার স্থানীয় কালী মন্দিরে পুজো দেন তিনি। হরিপাল বিধানসভা কেন্দ্রের (Bengal Election 2021) তৃণমূল প্রার্থী করবী মান্না সিঙ্গুরের প্রসিদ্ধ ডাকাত কালী মন্দিরে পুজো দিলেন প্রচার শুরুর আগে। অন্যদিকে, জাঙ্গিপাড়া থেকে তৃণমূল প্রার্থী স্নেহাশিস চক্রবর্তী আগামী বুধবার স্থানীয় রাজবল্লভী মন্দিরে পুজো দেবেন। পুজো পর্ব শেষ করে, আজ, রবিবার থেকে জোরকদমে প্রচার শুরু করবেন তৃণমূল প্রার্থীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen