সিবিআই-ইডির চোখরাঙানি উপেক্ষা করে বনগাঁ ও আসানসোলে জয়ী তৃণমূল

উপনির্বাচনেও অব্যাহত সবুজ ঝড়।

August 24, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

উপনির্বাচনেও অব্যাহত সবুজ ঝড়। ভোঁতা হল সিবিআই-ইডি অস্ত্র। বনগাঁ ও আসানসোলের দুটি ওয়ার্ডের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হল তৃণমূল। উপনির্বাচনের ফল প্রকাশ্যে আসতেই আবির খেলায় মেতেছেন জোড়াফুল নেতা-কর্মীরা। বিগত পুরসভা নির্বাচনে বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী দিলীপ দাস। শপথ গ্রহণের আগেই তার মৃত্যু হয়। অন্যদিকে, আসানসোলের ৬ নম্বর ওয়ার্ডটিতে তৃণমূল প্রার্থী সঞ্জয় বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছিলেন। আসানসোলের মেয়র হন বিধান উপাধ্যায়। বিধানবাবু পুরভোটে লড়েননি। তাকে কোন আসনে জিতে আসতেই হত, তেমনটাই নিয়ম। দলের নির্দেশেই পদত্যাগ করেন সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই এই দুই ওয়ার্ডে উপনির্বাচন হল।

গত রবিবার ২১ আগস্ট দুই আসনে ভোট গ্রহণ হয়। আজ (বুধবার, ২৪ আগস্ট) সকালে গণনা শুরুর অল্প কিছুক্ষণের মধ্যেই দুটি আসনের ফলাফল ট্রেন্ড স্পষ্ট হয়। বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে ২ হাজার ৮৮২ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী পাপাই রাহা। বনগাঁয় দ্বিতীয় স্থানে বিজেপি। অন্যদিকে, আসানসোলে বিপুল ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী তথা মেয়র বিধান উপাধ্যায়। বিধানবাবু ৬৬৮৩টি ভোট পেয়েছেন। তাৎপর্যপূর্ণভাবে ১২০৬ টি ভোট পেয়ে আসানসোলে দ্বিতীয় স্থান দখল করেছে বামেরা। তৃতীয় স্থানে নেমে গিয়েছে গেরুয়া শিবির।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen