আজ রাজৌরিতে তৃণমূলের প্রতিনিধি দল

May 23, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১১:৫০: জম্মু কাশ্মীরের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল দু দিনের কাশ্মীর সফরে গেছে। গতকাল তারা পুঞ্চ এলাকা পরিদর্শনে গেছিলেন। সেখানে তারা ক্ষতিগ্রস্ত মানুষ ও তাদের পরিবারের সঙ্গে দেখা করেন, তাদের সাথে কথাও বলেন।

আজ দ্বিতীয় দিনে তারা রাজৌরি জেলায় সফরে গেছেন। আজ সকালে তারা রাজৌরি সরকারি মেডিকেল কলেজ পরিদর্শন করেছে এবং পাকিস্তানের সীমান্তবর্তী গোলাগুলিতে আহত রোগীদের সাথে দেখা করেছেন।

এরপর সাংবাদিকদের তৃণমূল নেত্রী সাগরিকা ঘোষ জানিয়েছেন, “গতকাল আমরা পুঞ্চে ছিলাম এবং আজ আমরা রাজৌরিতে আছি। আমরা জিএমসি হাসপাতালে আছি এবং গত সপ্তাহে যা ঘটেছে তার কিছু নিদর্শন দেখছি। আমাদের দেশের সীমান্তে বসবাসকারী মানুষ, সবচেয়ে ঝুঁকি এবং অবহেলিত..আমরা তাদের প্রতি সমবেদনা, সহানুভূতি এবং সমর্থন ভাগ করে নিতে এসেছি।”

পাকিস্তানের গোলা বর্ষণে ভয়ানক ক্ষতিগ্রস্ত সীমান্তের একাধিক অঞ্চল। আজ তৃণমূল কংগ্রেসের ৫ জন প্রতিনিধি রাজৌরির জেলা হাসপাতাল এবং সরকারি মেডিকেল কলেজ পরিদর্শন করেন।

সেখানে আহত ব্যক্তিদের সঙ্গে দেখা করেন ও কথা বলেন তাঁরা। তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের ৫ জন প্রতিনিধিদলের সদস্যরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen