১ বৈশাখকে ‘রাজ্য দিবস’ ঘোষণার দাবিতে রাজ্যসভায় সরব তৃণমূল

December 8, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৩৫: বিধানসভায় আগেই প্রস্তাব পাশ হয়েছিল। এবার সংসদের উচ্চকক্ষে ১ বৈশাখকে পশ্চিমবঙ্গের ‘প্রতিষ্ঠা দিবস’ হিসেবে কেন্দ্রীয় স্বীকৃতির দাবি তুলল তৃণমূল কংগ্রেস (TMC)। সোমবার রাজ্যসভার শীতকালীন অধিবেশনে (Parliament Winter Session) জিরো আওয়ারে (Zero Hour) এই দাবি উত্থাপন করেন তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। রাজনৈতিক মহলের মতে, বাংলা ও বাঙালির যে ভাষ্যে তৃণমূল গত কয়েক বছর ধরে রাজনীতি জারি রেখেছে, সংসদে দাঁড়িয়ে ঋতব্রতের এই দাবি সেই আখ্যানকেই আরও তীব্র করল।

২০২৩ সালেই পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রস্তাব পাশ করিয়ে ১ বৈশাখকে (Poila Boishakh) রাজ্যের প্রতিষ্ঠা দিবস (State Foundation Day) হিসেবে চিহ্নিত করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এদিন রাজ্যসভায় সেই প্রসঙ্গের অবতারণা করে ঋতব্রত বলেন, ‘‘১ বৈশাখের সঙ্গে বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য এবং বাণিজ্যিক সম্পর্ক রয়েছে।’’ বাংলার পাঁচ হাজার বছরের প্রাচীন ইতিহাসের কথা স্মরণ করিয়ে দেওয়ার পাশাপাশি তিনি উল্লেখ করেন, এশিয়ার প্রথম কলেজ, বিশ্ববিদ্যালয় এবং মেডিক্যাল কলেজ সবকিছুরই পথচলা শুরু হয়েছিল কলকাতায়।

বক্তব্যের সমর্থনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) প্রসঙ্গও টেনে আনেন। তিনি মনে করিয়ে দেন, ইউরোপের বাইরে একমাত্র নবজাগরণ বা রেনেসাঁ হয়েছিল এই অবিভক্ত বাংলাতেই। তবে এদিন ঋতব্রত যখন বাংলা ভাষার অপমান এবং রাজা রামমোহন রায়ের (Raja Rammohan Roy) প্রসঙ্গ তোলেন, তখন শাসক শিবিরের দিক থেকে তুমুল হট্টগোল শুরু হয়। যদিও বিজেপির (BJP) নাম না করে তোপ দাগা তৃণমূল সাংসদ তাতে থামেননি। বরং হট্টগোলের মধ্যেই তিনি নিজের বক্তব্য চালিয়ে যান।

উল্লেখ্য, রাজ্য সরকার ১ বৈশাখকে শুধু প্রতিষ্ঠা দিবস হিসেবেই ঘোষণা করেনি, রবীন্দ্রনাথের ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটিকে ‘রাজ্য সঙ্গীত’-এর (State Anthem) মর্যাদাও দিয়েছে। বর্তমানে রাজ্যের যে কোনও সরকারি অনুষ্ঠানের শেষে এই গানটি গাওয়া বাধ্যতামূলক।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen