আগামীকাল মণিপুর যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল

মে মাস থেকে কুকি ও মেইতেই গোষ্ঠীর সংঘর্ষে হিংসার আগুন ছড়িয়ে পড়ে মণিপুরে।

July 18, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: PTI

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মে মাস থেকে কুকি ও মেইতেই গোষ্ঠীর সংঘর্ষে হিংসার আগুন ছড়িয়ে পড়ে মণিপুরে। লাগাতার হিংসায় মণিপুর জ্বলছে। প্রাণ হারিয়েছেন বহু মানুষ। বন্ধ ইন্টারনেট। এতদিন পরেও পরিস্থিতির উন্নতির কোনও লক্ষণ নেই। মণিপুরে লাগাতার হিংসার ব্যাপক প্রভাব পড়ছে চাষবাসের ওপরে। বহু কৃষকই ফসল তুলতে পারছেন না ক্রমবর্ধমান হিংসার জেরে। যদি অবিলম্বে পরিস্থিতি পরিবর্তন না হয় তাহলে আগামী কয়েক মাসের মধ্যে উত্তর পূর্বাঞ্চলের রাজ্য গুলির মধ্যে খাদ্যের সংকট দেখা দেবে।

এই পরিস্থিতিতে এবার মণিপুরে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্যের প্রতিনিধিদল। এই প্রতিনিধি দলে রয়েছেন, ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা দেব এবং কাকলী ঘোষদস্তিদার। ১৪ জুলাই মণিপুরে যাওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু মণিপুর সরকারের অনুরোধের পরে তৃণমূল কংগ্রেস কয়েক দিনের জন্য সফর স্থগিত করার সিদ্ধান্ত নেয়। এবার ১৯ জুলাই রাজ্যটি পরিদর্শন করবেন তাঁরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen