বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে মমতার নেতৃত্বে আজ পথে তৃণমূল
একের পর এক বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বললেই হেনস্তার শিকার হতে হচ্ছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৪৮: একের পর এক বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বললেই হেনস্তার শিকার হতে হচ্ছে। কখনও একাধিক ভারতীয় প্রমাণপত্র দেখানোর পরও সেঁটে দেওয়া হচ্ছে ‘বাংলাদেশি’ তকমা। কখনও আবার রাতের অন্ধকারে ‘পুশব্যাক’ করে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। বাঙালিদের নিয়ে অসমের মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য যাবতীয় বিতর্কে ঘৃতাহুতি দিয়েছে। প্রতিবাদে আজ, বুধবার পথে নামছে তৃণমূল কংগ্রেস। কেন্দ্র ও বিজেপি-শাসিত রাজ্যগুলির নীরবতার বিরোধিতা করে সরাসরি মাঠে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা ১টা নাগাদ কলেজ স্কয়্যার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল হবে। যার নেতৃত্ব দেবেন মমতা।
এদিনই রাজ্যের প্রতিটি জেলায় দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি হবে। আন্দোলন সংগঠিত হবে দেশের রাজধানীতেও। বাংলা ও বাঙালির স্বার্থে মমতার এই প্রতিবাদ প্রয়োজনীয় এবং তাৎপর্যবাহী বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
এদিকে, বাঙালি ইস্যুতে তৃণমূলের সাঁড়াশি চাপের মুখে তাঁর আগের করা মন্তব্য থেকে কার্যত সরে এলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আগে তিনি বলেছিলেন, অসমের কোনও বাসিন্দা জনগণনার নথিতে মাতৃভাষা বাংলা লিখলে বোঝা যাবে রাজ্যে কতজন বিদেশি (বাংলাদেশি) রয়েছে। অর্থাৎ, বাংলাভাষী মানেই বাংলাদেশি! মঙ্গলবার ওই বক্তব্যের সাফাই দিয়ে হিমন্ত সামাজিক মাধ্যমে লেখেন, ‘গত কয়েক দশক ধরে বাংলাদেশি মুসলিমদের অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে নিরলস যুদ্ধ চালিয়ে যাচ্ছে অসম। তৃণমূল কংগ্রেস আমার মন্তব্য বিকৃত করেছে। বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীদের রক্ষা করার জন্য এটি মরিয়া চক্রান্ত ছাড়া কিছুই নয়। বাংলাভাষী মানুষ সহ অসমের প্রতিটি ভারতীয় নাগরিক বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আমাদের আপসহীন অবস্থানকে সমর্থন করেন।’