বিধানসভায় নীরব দর্শকের ভূমিকা পালন! বিধায়কদের রিপোর্ট কার্ড বানাচ্ছে তৃণমূল

December 25, 2025 | 2 min read

Authored By:

Ritam Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:২০: বিধানসভায় নীরব দর্শকের ভূমিকা পালন করে যান, এমন বিধায়কদের নামের তালিকা তৈরি করছে শাসক দল। জানা যাচ্ছে, পাঁচ বছরে একবারের জন্যও বিধানসভা অধিবেশনে মুখ খোলেননি, এমন বিধায়কদের কথা ইতিমধ্যেই উঠে এসেছে তৃণমূলের অভ্যন্তরীণ রিপোর্টে। বিধানসভার প্রশ্নোত্তর পর্ব, বিল পেশ বা প্রস্তাবের উপর আলোচনায় কোনও কিছুতেই অংশগ্রহণ করেননি তাঁরা। নিজের বিধানসভা এলাকার বিষয়েও কোনও প্রসঙ্গ উত্থাপন করেননি আলোচনায়!

পারফরম্যান্সের ভিত্তিতে তালিকা করা হচ্ছে, তাতে একদিকে যেমন দলের প্রবীণ বিধায়ক আছেন, আবার নবীন বিধায়করাও আছেন। দলীয় সূত্রে খবর, বিধানসভা নির্বাচনের টিকিট দেওয়ার আগে বিধায়কদের পারফরম্যান্সেরও ময়নাতদন্ত করবে শাসক শিবির। জানা গিয়েছে, ৫০ জনের বেশি তৃণমূল বিধায়ক একদিনের জন্যও বিধানসভায় ‘মুখ খোলেননি’। একটি প্রশ্নও করেননি এবং কোনও আলোচনায় অংশগ্রহণও করেননি। টিভির পর্দায় যাঁদের প্রায়শই দেখা যায়, এমন পরিচিত মুখ তথা বিধায়ক বিধানসভায় একবারের জন্যও মুখ খোলেননি, সেই উদাহরণও আছে। তারকা বিধায়কদের মধ্যে অনেকে আছেন, যাঁরা গত পাঁচ বছরে বিধানসভার অধিবেশনে একটিও শব্দ করেননি। আবার উপ নির্বাচনে জিতে আসা চিত্রতারকা স্বল্প সময়ের মধ্যেই নিজের যোগ্যতার ছাপ রেখেছেন—এমন উদাহরণ আছে।

 

মমতা বন্দ্যোপাধ্যায় বার বার নির্দেশ দিয়েছেন, সব বিধায়ককে বিধানসভায় উপস্থিত থাকতে হবে।

বিধায়করা আসবেন আর যাবেন, হাজিরা খাতায় কেবল সই করবেন, এটা যেন না হয়। বিধানসভায় এসে মানুষের কথা তুলে ধরতে নির্দেশ ছিল তাঁর। সূত্রের খবর, দলনেত্রীর নির্দেশের পরও যাঁরা ‘মুখ বুজে বসেছিলেন’, তাঁদের নামের তালিকা তৃণমূল তৈরি করছে। মুখে কুলুপ আঁটা বিধায়কদের জন্য দলের অন্দরে প্রশ্ন, ‘আর কবে মুখ খুলবেন? পাঁচ বছরের মেয়াদ প্রায় শেষ।’ এই আবহে তৃণমূলের অভ্যন্তরীণ পর্যালোচনায় উঠে এসেছে বিধায়কদের পারফরম্যান্স। বিধানসভায় উপস্থিতির হার কেমন, কতগুলি বিষয়ের উপর বক্তব্য বা প্রশ্ন রেখেছেন, ক’টি গুরুত্বপূর্ণ বিল বা আলোচনায় অংশ নিয়েছেন, কোনও গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন কি-না—এরকম নানা একাধিক মাপকাঠির ভিত্তিতে পর্যালোচনা চলছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen