সংসদ চত্বরে ভাষা বিক্ষোভ তৃণমূলের
আজ (বুধবার, ৬ আগস্ট) সংসদ চত্বরে বাংলা ভাষাকে অপমান করার প্রতিবাদে বিক্ষোভ করেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৪৬: আজ (বুধবার, ৬ আগস্ট) সংসদ চত্বরে বাংলা ভাষাকে অপমান করার প্রতিবাদে বিক্ষোভ করেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। বেশ কয়েক মাস ধরে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষীদের ওপর অত্যাচার, তাদের আটক করার বিভিন্ন খবর এসেছে। অনেক ক্ষেত্রে প্রশাসনিক উদ্যোগে তাদের ছাড়িয়েও আনা হয়েছে। সম্প্রতি বাংলা কোন ভাষাই নয় এমন কথাও বলেছেন বিজেপির অমিত মালব্য। এইসব ইস্যুকে কেন্দ্র করে, তাই এই বাদল অধিবেশনে ভাষা ইস্যুতেই শান দিচ্ছে তৃণমূল।
আজ সংসদ চত্বরে মনীষীদের ছবি হাতে আজ তারা বিক্ষোভ দেখিয়েছেন। সেখানে উপস্থিত ছিলেন প্রকাশ চিক বারিক, কাকলি ঘোষ দস্তিদার, মৌসম নূর, জুন মালিয়া, রচনা ব্যানার্জি, সাজদা আহমেদ, মিতালি বাগ, সায়নী ঘোষ, মহুয়া মৈত্র, সাগরিকা ঘোষ, মমতাবালা ঠাকুর, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা।
বাংলার অপমান মানছি না মানব না এই লেখা পোস্টার প্ল্যাকার্ড নিয়ে স্লোগান তুলে বিক্ষোভ করেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা।