বাঙালি ভোটের ভরসায় শিলচর দখলের নীলনকশা সাজাচ্ছে ঘাসফুল শিবির?

আসন্ন নির্বাচনে শিলচর দখলের চাবিকাঠি লুকিয়ে রয়েছে বাঙালিদের হাতেই।

April 10, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যেঃ সুস্মিতা দেব এক্স হ্যান্ডেল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শিলচরে প্রার্থী দিয়েছে তৃণমূল, অসমের কাছাড় জেলার প্রধান শহর শিলচর। বাঙালি অধ্যুষিত শিলচরে কি ঘাসফুল ফুটবে? ২০১১ সালের জনগণনা অনুযায়ী, শিলচর শহরের জনসংখ্যা ১ লক্ষ ৭২ হাজার ৮৩০। যার সিংহভাগই বাঙালি, ১ লক্ষ ৫৮ হাজার ৬০৬ জন। শহরের সরকারি ভাষাও বাংলা। আসন্ন নির্বাচনে শিলচর দখলের চাবিকাঠি লুকিয়ে রয়েছে বাঙালিদের হাতেই। বঙ্গভাষীদের এই প্রভাব তৃণমূল কংগ্রেসের অজানা নয়! লোকসভা ভোটে বাঙালি ভোটকে তুরুপের তাস হিসেবে ব্যবহারে মরিয়া ঘাসফুল শিবির।

তৃণমূলের ভরসা রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষমোহন দেবের মেয়ে সুস্মিতা ২০১১ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। সিএএ নিয়ে শিলচরের বাঙালিভাষীদের মধ্যে ক্ষোভ, আশঙ্কা রয়েছে। যাকে কেন্দ্র করে আক্রমণ শানাচ্ছে বিরোধীরা। সুস্মিতার নেতৃত্বে বিজেপি বিরোধী মনোভাবকে পাথেয় করে ফায়দা তুলতে চায় তৃণমূল কংগ্রেস।

অসমের শিলচর আসনে গতবার জয়ী হয় বিজেপি। হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজেপির প্রার্থী ডঃ রাজদীপ রায় হারিয়ে দেন কংগ্রেসের সুস্মিতা দেবকে। রাজদীপ পেয়েছিলেন ৪ লক্ষ ৯৯ হাজার ৪১৪ ভোট। অপরদিকে, সুস্মিতা পান ৪ লক্ষ ১৭ হাজার ৮১৮ ভোট। এবার শিলচরে তৃণমূল প্রার্থী করেছে রাধেশ্যাম বিশ্বাসকে। জয়ের জন্য ভরসা সুস্মিতার পরিচিতি, জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা। শিলচর কেন্দ্রে এবারে ত্রিমুখী লড়াই। বিজেপি হয়ে লড়ছেন পরিমল শুক্লাবৈদ্য অপরদিকে, কংগ্রেসের টিকিটে লড়ছেন সূর্যকান্ত সরকার। শিলচরে ‘ঘাসফুল’ ফোটে কিনা সেটাই দেখার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen