শনিবার পাক গোলায় আহতদের দেখতে রাজৌরির গভর্নমেন্ট মেডিকেল কলেজে তৃণমূলের প্রতিনিধি দল

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১৭:০০: কাশ্মীরের সীমান্তে পাক সেনার আক্রমণে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বহু মানুষের ঘরবাড়ি ভেঙে পড়েছে। কাছের মানুষকে হারিয়েছে একাধিক পরিবার। কাশ্মীরের পুঞ্চ ও রাজৌরি এলাকায় ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সঙ্গে দেখা করল তৃণমূলের প্রতিনিধি দল। আন্তর্জাতিক দুনিয়ায় পাকিস্তানের ‘মুখোশ’ খুলতে বিভিন্ন দেশে ঘুরছে সংসদীয় দল। আর সীমান্তের মানুষেরা কেমন আছেন তা জানতে কাশ্মীরে তৃণমূলের প্রতিনিধি দল।
তৃণমূল কংগ্রেস সবার আগে এসেছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল গতকাল আসে রাজৌরিতে। আজ শনিবারও সেখানে পরিদর্শন করেন তাঁরা। এখানে পাকিস্তানের গোলাগুলির জেরে নিহত সরকারি অফিসার ডাঃ রাজকুমার থাপার বাড়িতে গিয়ে নীরবতা পালনের পাশাপাশি পরিবারকে সমবেদনা জানান।
আহতদের দেখতে তাঁরা রাজৌরির গভর্নমেন্ট মেডিকেল কলেজে যান। সেখানে চিকিৎসকদের সঙ্গে আহতের নিয়ে কথা বলেছেন। দেখা করেন আহতদের সঙ্গে। ভয়াবহ সেই দৃশ্য শুনে পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে ডেরেক ও’ব্রায়েন বলেন, ‘নিরীহ মানুষের উপর পাকিস্তানের এমন হামলা মোটেই মেনে নেওয়া যায় না। আমরা দলনেত্রীকে এই নিয়ে রিপোর্ট দেব।’