শাহী সফরের আগে তৃণমূলময় ঠাকুরনগর

বিজেপি চাইছে বিধানসভা ভোটের আগে সিএএ নিয়ে তাঁদের অবস্থান সকলের সামনে স্পষ্ট করতে। ইতিমধ্যেই শাহের সভার তোড়জোড় শুরু হয়েছে ঠাকুরনগরে। চলছে হেলিপ্যাড তৈরির কাজ।

January 29, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

অমিত শাহের (Amit Shah) সভার আগে তৃণমূলের পতাকায় ছয়লাপ ঠাকুরনগর। বিষয়টি নিয়ে রীতিমতো ক্ষুব্ধ বিজেপি। ৯ ফেব্রুয়ারির সভার জন্যই টাঙানো হচ্ছে পতাকা, দাবি তৃণমূলের।

২০১৯ লোকসভা নির্বাচনে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করানোর প্রতিশ্রুতি দিয়েই মতুয়াদের সমর্থন পেয়েছিল গেরুয়া শিবির। কিন্তু গত ১৩ মাসে এই আইন কার্যকর না হওয়ায় মতুয়াদের মধ্যেও চাপা অসন্তোষ সৃষ্টি হয়েছে। প্রকাশ্যে সরব হয়েছেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। বিজেপি চাইছে বিধানসভা ভোটের আগে সিএএ নিয়ে তাঁদের অবস্থান সকলের সামনে স্পষ্ট করতে। ইতিমধ্যেই শাহের সভার তোড়জোড় শুরু হয়েছে ঠাকুরনগরে। চলছে হেলিপ্যাড তৈরির কাজ।

এদিকে ঠাকুরনগরে নিজেদের অস্তিত্ব প্রমাণে মরিয়া শাসকদলও। শাহের সভার আগে চারিদিক ছয়লাপ হয়ে গিয়েছে তৃণমূলের (Trinamool) পতাকায়। এবিষয়ে বিজেপির (BJP) বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বলেন, “এইরকম অপসংস্কৃতি তৃণমূল নামক রাজনৈতিক দল বিশ্বাস করে। যাঁরা পতাকা লাগাচ্ছে তাঁরা ভাড়াটে মাতাল।” পালটা তৃণমূল কংগ্রেসের বনগাঁ লোকসভা কমিটির চেয়ারম্যান গোবিন্দ দাস বলেন, “পতাকা লাগানোটা রাজনীতির বাইরে নয়। রাজনৈতিক সভা সমিতি যে দলেরই হোক দলের সাংগঠনিক শক্তি দেখানোর জন্য ফ্লেক্স পতাকা লাগানো অন্যায় নয়।”

দুই শিবিরের লড়াইয়ের মাঝে মতুয়াদের নজর অমিত শাহের বক্তব্যের দিকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen