তৃণমূলের পাঁচ প্রশ্নের উত্তর নয়, বদলে ‘গল্প’ শুনিয়েছে কমিশন, দাবি প্রতিনিধি দলের

November 28, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:০০: আজ, শুক্রবার নির্বাচন সদনে দেশের মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে তৃণমূল কংগ্রেসের সংসদীয় প্রতিনিধি দল। ১০ জনের প্রতিনিধি দলে ছিল ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, দোলা সেন, মহুয়া মৈত্র, প্রকাশ চিক বরাইক, সাজদা আহমেদ, মমতাবালা ঠাকুর, প্রতিমা মণ্ডল, সাকেত গোখলে। বঙ্গে SIR চলছে। যা নিয়ে নানান অভিযোগ উঠছে। তা নিয়েই নির্বাচন কমিশনকে প্রশ্নবাণে বিদ্ধ করল তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে, আজ বৈঠকে পাঁচ প্রশ্ন রেখেছিল তৃণমূলের প্রতিনিধি দল। তৃণমূল কংগ্রেসের দাবি, পাঁচ প্রশ্নের কোনওটিরই উপযুক্ত জবাব নির্বাচন কমিশন দেয়নি। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক বলেন, আমাদের প্রশ্নের উত্তর পেলাম না, উল্টে মুখ্য নির্বাচন কমিশনার এক ঘণ্টা বক্তব্য রাখলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল তৃণমূলের প্রতিনিধি। তাঁরা জানান, কমিশন কোনও প্রশ্নেরই উপযুক্ত জবাব দিতে পারেনি। তৃণমূলের প্রতিনিধিদের দাবি, প্রায় ৪০ মিনিট ধরে নানারকম ‘গল্প’ শুনিয়েছে কমিশন। সরাসরি যে পাঁচটা প্রশ্ন করা হয়েছিল, সেগুলির কোনও উত্তর মেলেনি।তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন জানান, নির্বাচন কমিশন তাঁদের কোনও প্রশ্নেরই জবাব দেয়নি।

তৃণমূলের লোকসভার উপ দলনেত্রী শতাব্দী রায় জানান, SIR প্রক্রিয়া যদি অনুপ্রবেশকারীদের রুখতে হয়, তাহলে আলাদা করে বাঙালিদের টার্গেট করা হচ্ছে কেন? দেশজুড়ে বাঙালিদের উপর আক্রমণ করা হচ্ছে কেন? মিজোরাম, ত্রিপুরার মতো রাজ্যে কেন SIR হচ্ছে না? বলা হচ্ছে, অবৈধ ভোটার বাছতে SIR হচ্ছে, সেক্ষেত্রে অবৈধ ভোটারদের দ্বারা নির্বাচিত মোদী সরকারের বৈধতা কী? শতাব্দীদের প্রশ্ন, “SIR-র ফলে এ পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে। সেই মৃত্যুর দায় কি কমিশন নেবে? তাঁদের পরিবারের জন্য কী ব্যবস্থা নিচ্ছে কমিশন? এতদিন SIR নিয়ে তৃণমূল যা যা অভিযোগ করেছে, সেটার ভিত্তিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে?”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen