ভুয়ো ভোটার খুঁজতে তৎপর তৃণমূল, মমতার কোর কমিটি বৈঠকে বসছে লক্ষ্মীবারে
রাজ্যের নানান প্রান্ত থেকে ভুয়ো ভোটারের হদিশ মিলেছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দলনেত্রীর নির্দেশ পেয়েই ভুয়ো ভোটার খুঁজতে নেমে পড়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা। ডাকা হয়েছে সাংগঠনিক বৈঠক। কোর কমিটির সদস্য এবং জেলার পদাধিকারীদের নিয়ে বৃহস্পতিবার তৃণমূল ভবনে বৈঠকে হবে। ভুয়ো ভোটার চিহ্নিত করতে স্ক্রুটিনির কাজে কীভাবে আরও গতি আনা যায়, তা নিয়ে আলোচনা হবে।
রাজ্যের নানান প্রান্ত থেকে ভুয়ো ভোটারের হদিশ মিলেছে। দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের মুর্শিদাবাদের রানিনগর, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর সহ একাধিক জায়গায় একই এপিক কার্ড নম্বরে দু’জন ব্যক্তির অস্তিত্ব পাওয়া গিয়েছে। ২৭ ফেব্রুয়ারি দলের সভা থেকে সরব হন তৃণমূল নেত্রী। কর্মীদের ভোটার তালিকা খুঁটিয়ে পরীক্ষা করার নির্দেশ দেন। সভাতে একটি কোর কমিটির কথা ঘোষণা করেন মমতা। পাশাপাশি সাতদিনের কোর কমিটির বৈঠক ডাকার নির্দেশ দেন তিনি। সেই মতো আগামী বৃহস্পতিবার তৃণমূল ভবনে বৈঠক ডেকেছেন তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সি।
রাজ্যের সবক’টি জেলার তৃণমূল জেলা সভাপতি ও চেয়ারম্যানদের বৈঠকে ডাকা হয়েছে। বৈঠকে জেলাভিত্তিক পর্যালোচনা হবে। কোন বিধানসভাগুলিতে বাড়তি নজর দিতে হবে, তাও উঠে আসবে আলোচনায়। ভুয়ো ভোটার নিয়ে জেলাভিত্তিক স্ক্রুটিনির কাজে যাতে কোনও খামতি না থাকে, তা নিয়েও বার্তা দেওয়া হবে। বুথের কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে কি-না, এলাকায় বাইরের কেউ আসছে কি না, ভিন রাজ্যের কোনও ভোটারের নাম তালিকায় উঠেছে কি না— এসব বিষয়ে কর্মীদের কাছে কড়া নজরদারির নির্দেশ যাবে।