SIR-বিরোধী আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল, মঙ্গলে পথে মমতা-অভিষেক

November 1, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৪০:  বাংলায় SIR শুরু হয়েছে। প্রথম থেকেই SIR-র বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। ঘুরপথে একে NRC বলছেন তিনি। এবার SIR নিয়ে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে পথে নামছে রাজ্যের শাসকদল। আগামী মঙ্গলবার কলকাতার রাজপথে মিছিল করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়।

৪ নভেম্বর, মঙ্গলবার অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে BLO-রা যেদিন থেকে ফর্ম বিলির মাধ্যমে SIR-র কাজ শুরু করবেন, ওইদিনই পথে নামছেন তৃণমূলের সুপ্রিমো এবং দলের সেনাপতি। জানা যাচ্ছে, ৪ নভেম্বর দুপুরে ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশ থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত পদযাত্রা করবেন মমতা-অভিষেক। তাঁদের মিছিলে হাঁটবেন দলীয় সাংসদ, বিধায়ক, কাউন্সিলররাও।

ইতিমধ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনে নাম বাদ যেতে পারে, এই আশঙ্কায় রাজ্যে মৃত্যু মিছিল আরম্ভ হয়েছে। মানুষের মনে গ্রাস করেছে আতঙ্ক। পানিহাটি, বীরভূমে দু’জন আত্মঘাতী হয়েছেন। পরিবারগুলির দাবি, দেশ ছাড়তে হতে পারে এই ত্রাসেই তাঁরা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। আত্মহত্যার চেষ্টা করে হাসপাতালে চিকিৎসাধীন আরও এক। যা নিয়ে বিজেপিকে তোপ দেগেছেন তৃণমূল সুপ্রিমো। এবার পথে নেমে আরও বড় প্রতিবাদ সংগঠিত করতে চলেছেন তিনি এবং তাঁর দল। পাশাপাশি জনগণকে সাহায্য করতে হেল্পডেস্ক চালু করছে তৃণমূল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen