বিহারে Voter Adhikar Yatra-য় তৃণমূল, ভোট চুরির অভিযোগে BJP-কে একযোগে আক্রমণ বিরোধীদের
তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি ললিতেশ ত্রিপাঠি জানান, মাত্র ৩৯টি বিধানসভায় এখনও ১ লক্ষ ৮৭ হাজার ডুপ্লিকেট ভোটার রয়ে গিয়েছে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০:৩৫: বিহার বিধানসভা নির্বাচনের আগে ভোট চুরি প্রতিরোধে পথে নেমেছে বিরোধী জোট। সোমবার পাটনায় সমাপ্ত হল বিরোধীদের আয়োজিত ‘ভোটার অধিকার যাত্রা’ (Voter Adhikar Yatra)। শেষদিনের মঞ্চ থেকেই বিজেপির (BJP) বিরুদ্ধে আরও তীব্র আন্দোলনের ডাক দিল বিরোধীরা।
ভোটার তালিকা সংশোধনীর কাজ চললেও, বিরোধীদের অভিযোগ, সেটা নিছক আইওয়াশ। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি ললিতেশ ত্রিপাঠি (Lalitesh Pati Tripathi) জানান, মাত্র ৩৯টি বিধানসভায় এখনও ১ লক্ষ ৮৭ হাজার ডুপ্লিকেট ভোটার রয়ে গিয়েছে। তাঁর বক্তব্য, “এতে প্রমাণিত হচ্ছে নির্বাচন কমিশনের সংশোধনী আসলে নাটক। বাংলার মতো বিহারেও ভুয়ো ভোটার ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে লড়াই চলবে।”
তৃণমূলের (TMC) সুরেই সুর মিলিয়ে বিরোধী শিবির থেকে কড়া বার্তা দেন কংগ্রেস নেতারা। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, “বিজেপির ভোট কারচুপির বিরুদ্ধে এতদিন অ্যাটম বোম ফেলা হয়েছিল। এবার প্রস্তুত হাইড্রোজেন বোম। বিজেপি নেতারা তৈরি থাকুন।”
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) দাবি, “ভোটার তালিকায় গরমিল করে বিজেপি যেভাবে কারচুপি চালিয়েছে, এবার তা আর চলবে না। বিহার (Bihar) থেকেই মানুষ তার জবাব দেবেন। আগামী ছ’মাসের মধ্যে বিজেপি সরকারের পতন ঘটবে।”
তাৎপর্যপূর্ণভাবে, বিরোধীদের একাধিক প্রশ্নের জবাব দিতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন, এমনই অভিযোগ উঠেছে আন্দোলন মঞ্চ থেকে। দীর্ঘ যাত্রায় মানুষের সমর্থন দেখে আশাবাদী বিরোধী শিবির। ললিতেশ ত্রিপাঠির কথায়, “বিহারের মানুষের মধ্যে ভোট চুরি রুখতে বার্তা পৌঁছে গেছে। এবার গণতন্ত্র রক্ষার লড়াই আরও জোরদার হবে।”