জ্বালানির দাম নিয়ে বিজেপির বিরুদ্ধে সংসদে ঝড় তুলতে পারে তৃণমূল, বলছে পূর্বাভাস

চিঠিতে মমতা স্পষ্ট পরিসংখ্যান তুলে দিয়ে লিখেছেন, মে মাসে ৮ বার পেট্রোলের দাম বেড়ে গিয়েছে, জুনে দাম বেড়েছে মোট ৬ বার।

July 6, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

সোমবারই মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) চিঠি লিখেছেন জ্বালানি কর কমানোর প্রস্তাব দিয়ে। চিঠিতে মমতা স্পষ্ট পরিসংখ্যান তুলে দিয়ে লিখেছেন, মে মাসে ৮ বার পেট্রোলের দাম বেড়ে গিয়েছে, জুনে দাম বেড়েছে মোট ৬ বার। আর জুলাইয়ের প্রথম সপ্তাহেই ৪ বার দাম বাড়ল পেট্রোলের। পাশাপাশি তিনি সেস নিয়েও কেন্দ্রকে বিঁধেছেন। আগামীদিনে তিনি এই ইস্যুতে আরও সুর চড়াবেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

অন্যদিকে মোদীবাবু পেট্রোল বেকাবু- ট্যুইটারে এই ট্যাগ ব্যবহার করে জ্বালানির দাম নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। “করোনার মধ্যেই জ্বালানির দাম ঐতিহাসিক জায়গায় পৌঁছেছে। বিজেপি (BJP) সরকারকে দেখে মনে হচ্ছে তারা সাধারণ মানুষের যন্ত্রণা আরও বাড়িয়ে দিতে বাড়তি পরিশ্রম করছে”, সম্প্রতি ট্যুইটারে এমনটাই লিখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল এবার সংসদেও এই ইস্যুতে সরব হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি রাস্তায় নামার পরিকল্পনাও নিয়েছে দল।

প্রসঙ্গত, সমস্ত বিধায়কদের তৃণমূলের তরফে আগামী ১০ এবং ১১ তারিখে প্রতিবাদে সামিল হতে বলা হচ্ছে। পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) সমস্ত বিধায়কদের উদ্দেশ্যে জানিয়েছেন, করোনা বিধি মেনেই বিক্ষোভ হবে।

রাজপথে শক্তি প্রদর্শনের প্রশ্নে তৃণমূল অন্যান্য বিরোধী দলের সঙ্গে হাত মেলাতে পারে এমনটাও শোনা যাচ্ছে। এক দিকে পথে নেমে বিরোধিতা অন্য দিকে লোকসভায় সুর চড়ানো এই দ্বিমুখী আক্রমণের স্ট্র্যাটেজি আপাতত তৃণমূলের রণকৌশল। ২০২৪ লোকসভা নির্বাচন মাথায় রেখে তৃণমূল চাইছে এই ইস্যুই বিরোধীদের হাত আরও শক্ত করুক।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen