‘পরিযায়ী শ্রমিকদের ট্রেন দেয়নি, দল বদল করলে প্লেন দিচ্ছে’
কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে এবং কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ডাকা প্রতিবাদ সভায় বিধায়ক বলেন, বিজেপি নেতাজি-গান্ধীজিকে চেনে না। ওরা বাংলার সংস্কৃতি জানে না।

শ্রমিকদের রাজ্যে ফেরাতে ট্রেন দিতে পারে না বিজেপি (BJP)। অথচ বিজেপিতে যোগ দেওয়ার জন্য নেতাদের দিল্লি নিয়ে যেতে চাটার্ড বিমান পাঠায়। এর থেকে লজ্জাজনক আর কী হতে পারে। আগামী দিনে বাংলার মানুষ এর যোগ্য জবাব দেবে।
শনিবার উলুবেড়িয় দক্ষিণ বিধানসভার কুলগাছিয়া পীরপুরের জনসভা থেকে এইভাবেই বিজেপিকে একহাত নেন হাওড়া জেলা তৃণমূল কংগ্রেস (গ্রামীণ) এর সভাপতি তথা উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায় (Pulak Roy)। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে এবং কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ডাকা প্রতিবাদ সভায় বিধায়ক বলেন, বিজেপি নেতাজি-গান্ধীজিকে চেনে না। ওরা বাংলার সংস্কৃতি জানে না।
তাঁর কটাক্ষ, বিজেপি যতই লাফালাফি করুক না কেন বাংলা দখলের স্বপ্ন কোনও দিন বাস্তবায়িত হবে না। ২০২১-এ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন।