RSS এবং BJP-র বিরুদ্ধে আক্রমণ শানালেন তৃণমূল সাংসদ, কী বললেন তিনি?

বঙ্গ সফরে এসেছেন আরএসএসের প্রধান মোহন ভাগবত।

February 17, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বঙ্গ সফরে এসেছেন আরএসএসের প্রধান মোহন ভাগবত। বর্ধমানে সঙ্ঘের স্বেচ্ছাসেবকদের এক সম্মেলনে আরএসএস প্রধান মোহন ভাগবতের ভাষণের বিরুদ্ধে সরব হলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ।

বাংলার শাসক দলের সাংসদ তথা প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার বলেছেন, “আরএসএসের লোকেরা প্রথম থেকেই ব্রিটিশদের সহযোগী ছিল। দেশ ভাগে তারা মুখ্য ভূমিকা পালন করেছিল। বিশ্ব তাদের সম্পর্কে জানে। তারা ধর্মের নামে ঐক্যবদ্ধ হয় কিন্তু যদি তাদের জিজ্ঞাসা করেন যে আরএসএস বা বিজেপি কী করেছে, তাহলে তাদের কাছে কেবল ‘জুমলা’ আছে বলার জন্য।”

তিনি আরও বলেন, “মানুষকে বিভ্রান্ত করা তাদের কাজ। যারা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করতে আসবেন তারাই নিশ্চিহ্ন হয়ে যাবেন। আমি নিশ্চিত যে আগামী সময়ে, দিদি ইন্ডিয়া জোটের সভাপতি হবেন এবং দেশকে নেতৃত্ব দেবেন।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen