বিজেপিকে খুশি করতে নিয়ম বদল, SIR নিয়ে কমিশনকে তোপ তৃণমূল সাংসদের

November 12, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৪৪: বুধবার এক সাংবাদিক সম্মেলনে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, “নির্বাচন কমিশন বিজেপিকে খুশি করতে নিয়ম বদলাচ্ছে।” তাঁর দাবি, বুথ লেভেল অ্যাজেন্ট (BLA) নিয়োগে বিজেপি ব্যর্থ হলেও কমিশন তাদের সুবিধা করে দিতে নতুন নির্দেশ জারি করেছে।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়( Kalyan Banerjee) বলেন, “BLA কাজ করছে, কিন্তু বিজেপির কাউকে দেখা যাচ্ছে না। সিপিএমের কিছু আছে, বিজেপির কিছু নেই। অথচ কমিশন বলছে সব ঠিক আছে।” তিনি অভিযোগ করেন, আগে যে বুথে ইলেক্টোরাল রোল দেওয়া হত, সেখান থেকেই BLA নিয়োগ হত। কিন্তু এখন কমিশনের নির্দেশ অনুযায়ী, একই বিধানসভা কেন্দ্রের অন্য বুথ থেকেও BLA নেওয়া যাবে, যা বিজেপির সুবিধার্থে করা হয়েছে বলে দাবি তৃণমূলের।

এই বিষয়ে দোলা সেন, মালা রায়, ডেরেক ও’ব্রায়েন হাইকোর্টে মামলা করেছেন। শীর্ষ আদালত নির্বাচন কমিশনকে দুই সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান করতে নির্দেশ দিয়েছে। তৃণমূলের অভিযোগ, শুভেন্দু অধিকারীর কথায় কমিশন কাজ করছে, যা গণতান্ত্রিক প্রতিষ্ঠানের মর্যাদাকে ক্ষুণ্ণ করছে।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “২০০৯ সালের পর পশ্চিমবঙ্গে ডিলিমিটেশন হয়েছে। নতুন ভোটার তালিকা এসেছে। তাহলে ২০০২ সালের রোলকে ভিত্তি করে SIR কেন?” তাঁর মতে, রুল ২৪ অনুযায়ী পুরনো রোলকে গণ্য করা উচিত নয়, ফলে ২০০২ সালের রোলের কোনও ভিত্তি নেই।

তিনি বলেন, “আমি ১৯৭৭ সাল থেকে ভোটার। আজ যদি এনুমারেশন ফর্ম না পূরণ করি, তাহলে আমার নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। এটা আমার ভোটাধিকার কেড়ে নেওয়া।” তাঁর মতে, একবার ভোটার তালিকায় নাম থাকলে তা কাটা যায় না, এটা আইনি অধিকার, নতুন করে ভোটার হতে বাধ্য করা অনুচিত।

উল্লেখ্য, বাংলা-সহ একাধিক রাজ্যে যখন বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া চলছে, ঠিক তখনই বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়মে বড় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন। ২০২৩ সালের গাইডলাইন সংশোধন করে কমিশন জানিয়েছে, আর বিএলএ-কে সেই নির্দিষ্ট বুথের ভোটার হতে হবে না। সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের যেকোনও ভোটারই ওই বুথের বিএলএ হতে পারবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen