রাজ্যপালের ছেলেমানুষি, রাজভবনে তল্লাশি অভিযানকে ‘নাটক’ বলে কটাক্ষ তৃণমূল সাংসদের

November 17, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৩০: রাজভবনে ঘটা করে তল্লাশি অভিযান চালানোর নির্দেশ দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। তাঁর অভিযোগের ভিত্তিতেই বম্ব স্কোয়াড (Bomb squad), কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী, কলকাতা পুলিশ এবং রাজভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীকে নিয়ে অভিযান চালানো হয়। অভিযানে উপস্থিত থাকার জন্য সফর সংক্ষিপ্ত করে উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফেরেন রাজ্যপাল। সোমবার দুপুরে এই অভিযান হয়।

তবে এই ঘটনাকে ‘নাটক’ বলে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তিনি রাজ্যপালকে ছেলেমানুষি করার অভিযোগে বিদ্ধ করে বলেন, অমিত শাহর (Amit Shah) কাছে নম্বর বাড়ানোর জন্যই এই ধরনের নাটুকে কাজ করছেন আনন্দ বোস। তাঁর বক্তব্য, রাজ্যপাল যদি সংবিধান মেনে চলতেন, তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না। সমালোচনা হলে তা সংশোধন করার পরিবর্তে তিনি নাটকীয় পদক্ষেপ নিচ্ছেন।

এর আগে শনিবার বিহার নির্বাচন প্রসঙ্গে রাজ্যপাল (Governor) বলেন, “SIR নতুন পদ্ধতি, সুষ্ঠু নির্বাচনের জন্য তা প্রয়োজন। বিহারে তার প্রমাণ হয়েছে।” তিনি আরও বলেন, “ভোট হওয়া উচিত ব্যালটে, বুলেটের মাধ্যমে নয়। রাজ্যের মানুষ SIR নিয়ে বিভ্রান্ত। তাঁদের বিষয়টা বোঝাতে হবে। আমি নিশ্চিত, এ রাজ্যের মানুষও SIR গ্রহণ করবেন।”

এই মন্তব্যের পরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে তীব্র আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, রাজভবনে বিজেপির (BJP) অপরাধীদের আশ্রয় দেওয়া হচ্ছে এবং তাঁদের অস্ত্র সরবরাহ করা হচ্ছে। তাঁর কটাক্ষ, “তিনি অপদার্থ রাজ্যপাল! বিজেপির চাকরবাকর রাজ্যপাল যতদিন থাকবেন, ততদিন ভালো কিছু পশ্চিমবঙ্গে হবে না।”

রাজভবনে তল্লাশি অভিযান শেষে ফের কল্যাণ বলেন, রাজ্যপাল বিজেপির এজেন্টের (BJP agent) মতো কাজ করছেন। তাঁর কটাক্ষ, প্রয়োজনে রাজ্যপাল আমেরিকার তদন্তকারী সংস্থা এফবিআইকেও (FBI) ডাকতে পারেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen