রাজভবনের সামনে ‘তোমার দেখা নাই’, তৃণমূলের প্রতিবাদের সুরের reaction কী?

‘ভূমি’র-‘তোমার দেখা নাইরে’র সুরেই তৃণমূলের ধর্ণামঞ্চে প্রতিবাদ। কী প্রতিক্রিয়া ‘ভূমি’র সৌমিত্রর

October 7, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১০০ দিনের বঞ্চিত শ্রমিক, কৃষকদের প্রাপ্য ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যে রাজভবনের সামনে ধর্ণা চলছে তৃণমূল কংগ্রেসের। ১০০ দিনের কাজের বকেয়া মেটানোর দাবিতে দিল্লির বুকে সদ্যই বড়সড় আন্দোলন করে এসেছে তৃণমূল। সেখানে তাঁদের সময় দেওয়া সত্ত্বেও দেখা করেননি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। তারই প্রতিবাদে রাজ্যে রাজ্যপালের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন অভিষেকের নেতৃত্বে তৃণমূল প্রতিনিধিরা। কিন্তু রাজ্যপাল দেখা না করায় ধর্ণায় বসে তৃণমূল কংগ্রেস।

এই ধর্ণা মঞ্চে উপস্থিত হচ্ছেন দলের সর্বস্তরের নেতা-নেত্রী, কর্মী-সমর্থকরা।

শনিবার ধর্ণামঞ্চের একটি ভিডিও প্রকাশ্যে আসে। দেখা যায় ধর্ণা মঞ্চের প্রতিবাদের সুরে ‘ ভুমি ‘ ব্যান্ডের ‘তোমার দেখা নাই ‘ এর সুর মিলে গেল। একই সুরে প্রতিবাদের শব্দ জুড়ে দিলেন প্রতিবাদীরা।

এ বিষয়ে ভূমির গায়ক সৌমিত্রর সঙ্গে যোগাযোগ করেছিল দৃষ্টিভঙ্গি। কী বললেন তিনি? শুনুন…

ব্যান্ডের শুরু থেকে সুরজিৎ ছিলেন ভূমিতে। এখন তিনি এই ব্যান্ড থেকে বেরিয়ে গেছেন। তবু এই গান তাঁর মনের কাছের। তাই এই ঘটনায় তিনিও উচ্ছ্বসিত। ফোনে তাঁর প্রতিক্রিয়া জানল দৃষ্টিভঙ্গি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen