মমতার দূত হয়ে INDIA জোটের কর্মসূচির উদ্দেশে পাটনায় পৌঁছলেন ইউসুফ, ললিতেশ

বিহারে সেই প্রতিবাদে শামিল হতে যাচ্ছি আমরা। মানুষকে বোঝাতে হবে। বিজেপির চক্রান্ত ভােটারদের কাছে স্পষ্ট করে দিতে হবে।”

August 31, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০.২৫: SIR ও নির্বাচন কমিশনের ভোট চুরির বিরুদ্ধে ভোটারদের অধিকারের দাবিতে বিহারে আন্দোলনে নেমেছে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তেজস্বী যাদব সহ ইন্ডিয়া জোট। চলছে ‘ভোটার অধিকার যাত্রা’। ইন্ডিয়া জোট একাধিক নেতা এই আন্দোলনের সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছে। সেই যাত্রায় যোগ দিতে পাটনা পৌঁছলেন তৃণমূলের দুই প্রতিনিধি সাংসদ ইউসুফ পাঠান এবং উত্তরপ্রদেশের তৃণমূল নেতা ললিতেশপতি ত্রিপাঠী। আজ, রবিবার বিকেলে দমদম বিমানবন্দর থেকে পাটনার উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁরা জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে বিহারে যাচ্ছেন তাঁরা। ইউসুফ, ললিতেশরা জানিয়ে দিলেন, কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকারের ‘জনবিরোধী’ নীতির বিরুদ্ধে ইন্ডিয়া জোট একসঙ্গেই আন্দোলনের রাস্তায় চলবে।

১ সেপ্টেম্বর পাটনায় কংগ্রেস ও আরজেডি যৌথ কর্মসূচির ডাক দিয়েছে। রাহুল, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই কর্মসূচিতে যোগ দেওয়া জন্য আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু তাঁরা যাবেন না বলে জানিয়ে প্রতিনিধি পাঠালেন। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ পেয়ে রবিবারই পাটনা পৌঁছলেন ইউসুফ পাঠান ও ললিতেশপতি ত্রিপাঠী।

দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে ইউসুফ পাঠান বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা বিহার যাচ্ছি। ওখানে সোমবার ইন্ডিয়া জোটের সঙ্গে মিছিলে যোগ দেব। পরবর্তী কর্মসূচি সেখানেই স্থির হবে। তবে বিজেপি বিরোধিতায় আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা গণতন্ত্রের অধিকার রক্ষা করা আমাদের কর্তব্য।”
বিমানবন্দরে ললিতেশ ত্রিপাঠী বলেন, ‘‘যে ইস্যুতে ভোটার অধিকার যাত্রা হচ্ছে সেটাই এখন দেশের কাছে মূল ইস্যু। এসআইআরের নামে যেভাবে মানুষের ভোটের অধিকার চুরি করা হচ্ছে তার বিরুদ্ধে গোটা দেশ প্রতিবাদে সরব হয়েছে। বিহারে সেই প্রতিবাদে শামিল হতে যাচ্ছি আমরা। মানুষকে বোঝাতে হবে। বিজেপির চক্রান্ত ভােটারদের কাছে স্পষ্ট করে দিতে হবে।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen