‘নবজাগরণের প্রাণপুরুষ’ রাজা রামমোহন রায়ের অপমান, গর্জে উঠল তৃণমূল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৪৫: বাংলার মনীষীদের অপমান করা অভ্যাসে পরিণত করে ফেলেছে বিজেপি। এবার বিজেপির নিশানায় রাজা রামমোহন রায়। ভারত পথিক রামমোহন রায়কে ব্রিটিশের দালাল, ভুয়ো সমাজ সংস্কারক ছিলেন বলে কটাক্ষ করেন মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার। এহেন মন্তব্যের প্রতিবাদে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী সমাজ মাধ্যমে লেখেন, ‘তুই আমাদের দেবতাদের অসম্মান করিস, তুই বিজেপি।’
মধ্যপ্রদেশে বিরসা মুণ্ডা জন্মজয়ন্তী অনুষ্ঠানে গিয়ে পারমার দাবি করেন, ব্রিটিশরা নিজেদের এজেন্ডা পূরণের জন্য ‘ভুয়ো সমাজ সংস্কারক’ তৈরি করেছিল। তাঁদের মধ্যে একজন ছিলেন রাজা রামমোহন রায়। তিনি বলেন, “রাজা রামমোহন রায় ব্রিটিশ এজেন্ট ছিলেন। তিনি দেশে ইংরেজদের দালাল হিসেবে কাজ করতেন। ধর্মান্তরণের জন্য চক্র শুরু করেছিলেন।”
মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রীর এমন মন্তব্যের পর দেশজুড়ে প্রতিবাদের ঝড় বইছে। বাংলার মনীষীদের অপমানে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে বাংলার শাসকদল। তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী লিখেছেন, ‘‘আমার রাম রামমোহন, আমার ঈশ্বর বিদ্যাসাগর, আমার ঠাকুর রবীন্দ্রনাথ। তুই আমাদের দেবতাদের অসম্মান করিস, তুই বিজেপি।’’
রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, ‘‘বাংলায় দাঁত ফোটাতে না-পেরে এখন বাংলাকে আর বাংলার মনীষীদের কলুষিত করতে উঠে পড়ে লেগেছে বিজেপি। কখনও রবীন্দ্রনাথ ঠাকুর, কখনও স্বামী বিবেকানন্দ, কখনও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বাংলার মনীষীদের অপমান করে চলেছে এই দলটা। এখন মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রী ইন্দ্র সিংহ পারমার বলছেন, রাজা রামমোহন রায় নাকি ‘ইংরেজদের দালাল’, ‘ভুয়ো সমাজ সংস্কারক!’ কত বড় ঔদ্ধত্য। বাংলার মানুষ সব দেখছে, এদের পতন অনিবার্য।’’
রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বিজেপি-শাসিত ডবল ইঞ্জিন রাজ্য, মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রী ইন্দ্র সিংহ পারমার যখন সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়কে ইংরেজদের দালাল বলে – এর থেকে ট্র্যাজেডি আর কিছু হতে পারে না। এদের বাংলাকে দখল করার দিবাস্বপ্নকে বাংলার মানুষরা বারবার চুরমার করে দিয়েছে। এরা পারে না বাংলা মনীষীদের সামনে দাঁড়াতে, এরা পারে না বাংলার শিক্ষার সঙ্গে, সংস্কৃতির সঙ্গে। তাই আজ এই নিম্নরুচি ও ঘৃণ্য মিথ্যাচারের বহিঃপ্রকাশ।’’
.@BJP4India‘s hatred for Bengal’s icons has crossed every limit.
Calling Raja Ram Mohan Roy, the man who abolished sati and ushered modernity, humanism & women’s rights, a “British agent” is not a slip. It’s the BJP’s Bangla-Birodhi mindset on full display.
When you can’t match… pic.twitter.com/zcPARySHO3— All India Trinamool Congress (@AITCofficial) November 16, 2025
বিজেপি মন্ত্রীর এই মন্তব্যের পর থেকেই বিজেপি তাঁর সঙ্গে দূরত্ব এড়াচ্ছে। মধ্যপ্রদেশ বিজেপির মুখপাত্র শিবম শুক্লা বলেছেন, “এটা মন্ত্রীর ব্যক্তিগত মতামত। বিজেপি দেশের জন্য অবদান রাখা সকল মহান নেতাকে সম্মান করে।”