দলত্যাগী বিধায়কদের শোকজ তৃণমূলের

মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় মোট বারোজন বিধায়ককে শোকজের নোটিস পাঠিয়েছেন।

January 21, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

সামনেই বিধানসভা নির্বাচন (Assembly Election 2021)। তার আগেই একাধিক বিধায়ক দলবদল করেছেন। তার মধ্যে রয়েছেন ঘাসফুল শিবিরের কিছু বিধায়ক, যারা নাম লিখিয়েছেন বিজেপিতে। এবার এই দলত্যাগী বিধায়কদের শোকজ নোটিস পাঠাল তৃণমূল।

মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় মোট বারোজন বিধায়ককে শোকজের নোটিস পাঠিয়েছেন। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। তাই তাঁকে নোটিস পাঠানো হয়নি।

ঠিক কী লেখা হয়েছে ওই শোকজ নোটিসে?

বর্তমানে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী ১২ জন বিধায়কের বর্তমান রাজনৈতিক অবস্থান ওই নোটিসের মাধ্যমে জানতে চেয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এছাড়াও নোটিসে উল্লেখ করা হয়েছে, “তৃণমূলের প্রতীকে নির্বাচনে জয়লাভ করেছেন। তারপরেও বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে যে সব মন্তব্য করছেন তাতে আপনার অবস্থান নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে। তাই নৈতিকতার খাতিরে আগামী সাতদিনের মধ্যে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করুন।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen