‘পার্লামেন্ট-ফোবিয়া’য় আক্রান্ত কেন্দ্র? শীতকালীন অধিবেশনের সময় কমানোয় তোপ তৃণমূলের

November 8, 2025 | 2 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৪৫: মাত্র ১৫ দিনের শীতকালীন অধিবেশন! (Winter session) সংসদের সময়সীমা কমিয়ে দেওয়ার সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছে বিরোধীরা। শনিবার সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju) ঘোষণা করেন, ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে সংসদের শীতকালীন অধিবেশন (Winter Session 2025)। রাষ্ট্রপতির অনুমতিক্রমে এই সিদ্ধান্ত কার্যকর হলেও, সময়সীমা নিয়ে উঠেছে প্রশ্ন।

এই সিদ্ধান্তকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস (TMC) বিজেপির (BJP) বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে। দলের সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien) কটাক্ষ করে বলেন, “নরেন্দ্র মোদী ও তাঁর দল এক গভীর রোগে আক্রান্ত-এর নাম ‘পার্লামেন্ট-ফোবিয়া’ (PARLIAMENT-OPHOBIA)। এমন এক রোগ, যেখানে সংসদে যাওয়া যায় না।” তাঁর অভিযোগ, মাত্র ১৫ দিনের অধিবেশন ঘোষণা করে বিজেপি (BJP) সংসদীয় গণতন্ত্রকে দুর্বল করার পথে হাঁটছে।

তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Roy) আরও এক ধাপ এগিয়ে বলেন, “এটা কার্যত স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার নতুন ছক। সংসদের সময় কমিয়ে দিয়ে সরকার বিতর্ক এড়িয়ে যেতে চাইছে।” তাঁর মতে, সংসদে প্রশ্নোত্তর, বিতর্ক ও জবাবদিহির সুযোগ কমিয়ে দেওয়ার মধ্যেই লুকিয়ে আছে গণতন্ত্রকে সংকুচিত করার ইঙ্গিত।

শুধু তৃণমূল (TMC) নয়, কংগ্রেসও (Congress) এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। দলের মুখপাত্র জয়রাম রমেশ (Jairam Ramesh) বলেন, “অপ্রত্যাশিতভাবে দেরিতে এবং ছোট আকারে এই অধিবেশন ডাকা হয়েছে। এর মাধ্যমে সরকার স্পষ্ট করে দিচ্ছে, তাদের কাছে কোনও গুরুত্বপূর্ণ আইন পাশ করানোর পরিকল্পনা নেই, কোনও বিতর্কে অংশ নেওয়ার ইচ্ছেও নেই।” বিরোধীদের (Opposition) মতে, সংসদে (Parliament) কম সময় মানেই কম জবাবদিহি, কম বিতর্ক এবং মোদী সরকারের একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার সুযোগ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen