সংসদে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বিক্রির বিলের তীব্র বিরোধিতা তৃণমূলের, চাপে মোদী সরকার

বিল আনলেও কীভাবে আনা হবে, তা নিয়েও সরকারের অন্দরে চাপানউতোর চলছে। সংসদে বিরোধীদের হল্লার মধ্যেই কি পেশ এবং পাশ করিয়ে নেওয়া হবে, নাকি যথার্থ আলোচনার মাধ্যমেই তা আইনে পরিণত হবে? উপায় হাতড়াচ্ছে মোদী সরকার।

December 15, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

বিধানসভা নির্বাচনে মুখ পুড়েছে বাংলায়। সামনেই উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব সহ পাঁচ রাজ্যের গুরুত্বপূর্ণ নির্বাচন। কাল-পরশু ধর্মঘটে নামছে ব্যাঙ্ক কর্মচারীরা। সংসদে সরব তৃণমূল। তাই সংসদে সংশোধনী বিল এনে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বিক্রির পরিকল্পনা করলেও প্রবল চাপে নরেন্দ্র মোদী। বিল আনলেও কীভাবে আনা হবে, তা নিয়েও সরকারের অন্দরে চাপানউতোর চলছে। সংসদে বিরোধীদের হল্লার মধ্যেই কি পেশ এবং পাশ করিয়ে নেওয়া হবে, নাকি যথার্থ আলোচনার মাধ্যমেই তা আইনে পরিণত হবে? উপায় হাতড়াচ্ছে মোদী সরকার।

সংসদে আনার আগে বিলটি কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাশ করতে হবে। সেটিও কবে আসবে, ধোঁয়াশা রয়েছে। তবে আজ মন্ত্রিসভার বৈঠক রয়েছে। সেখানে আলোচনার জন্য বিলটি আসতেও পারে বলে খবর। তবে তার পরেও চলতি সপ্তাহে সংশোধনী বিলটি সংসদে পেশ হবে কি না, প্রশ্ন থেকেই যাচ্ছে। আগামী ২৩ তারিখ শীতকালীন অধিবেশনের সমাপ্তি। ফলে হাতে সময় বলতে সামনের সপ্তাহের চারদিন। তার মধ্যে ‘দ্য ব্যাঙ্কিং লজ (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২১’ আনা হবে কি না, হলেও কীভাবে তা নিয়ে সরকারের মধ্যেই চর্চা শুরু হয়েছে।

যদিও সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি এক প্রশ্নের উত্তরে বলেন, আমরা বিল পাশ করানো নিয়ে আশাবাদী। কিন্তু কবে আসবে ব্যাঙ্ক বেসরকারিকরণ বিল? পাল্টা জানতে চাওয়ায় তিনি বলেন, আগে তো কেন্দ্রীয় মন্ত্রিসভায় আসুক। তারপর সংসদে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen