অভিষেক সহ শীর্ষ নেতৃত্বকে নিয়ে শনিবার কালীঘাটে জরুরি বৈঠক ডাকলেন তৃণমূলনেত্রী

শনিবার বিকেল ৫টায় কালীঘাটের বাড়িতে বৈঠক করবেন তিনি।

February 11, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

দলের মধ্যে দিন কয়েক ধরেই একাধিক বিষয় নিয়ে চলছে। শুক্রবার তা কিছুটা বাড়ে। সোশ্যাল মিডিয়ায় নানা বক্তব্য, আলোচনা চলেছে দিনভর। তৈরি হয়েছে একাধিক সম্ভাবনা। এই পরিস্থিতিতে সবদিক যথাযথভাবে বজায় রাখতে শনিবার দলের শীর্ষ নেতৃত্বকে জরুরি বৈঠকে ডাকলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, শনিবার বিকেল ৫টায় কালীঘাটের বাড়িতে বৈঠক করবেন তিনি। ডাক পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি, চন্দ্রিমা ভট্টাচার্য।

তাঁদের সকলকে নিয়ে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন দলনেত্রী। প্রয়োজনে সংগঠনে কিছু রদবদল আনা হতে পারে। বড় কোনও সিদ্ধান্তও নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই নানা গুঞ্জন চলছে বঙ্গ রাজনৈতিক মহলে।

রাজ্যের শাসকদলের অন্দরমহল নানা বিষয় নিয়ে টালমাটাল। তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোরের (Prashant Kishor) সংস্থা আই-প্যাকের ভূমিকা নিয়ে বর্ষীয়ান নেতৃত্বের মনে ক্ষোভের সঞ্চার হয়েছে। তাঁরা বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানিয়েছেন। ফলে আই-প্যাক নিয়ে কোনও একটি সিদ্ধান্তের পথে এগোচ্ছে তৃণমূল। ইতিমধ্যেই পিকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটারে ফলো-আনফলো পর্ব চলেছে। শুক্রবার আবার ‘এক ব্যক্তি এক পদ’ ইস্যুতে সোশ্যাল মিডিয়ার পাতা ভরে গিয়েছে। জোর সমালোচনা চলছে সর্বত্র।

এই পরিস্থিতিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার দলের শীর্ষ নেতৃত্বকে জরুরি বৈঠক ডেকেছেন। কালীঘাটের কার্যালয়ে বিকেল ৫টা থেকে আলোচনা। থাকার কথা দলের বর্ষীয়ান নেতা – সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়ের। এছাড়া ডাকা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্যকেও। পিকের সংস্থার সঙ্গে পাকাপাকি বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া সাম্প্রতিক পরিস্থিতি সামলে সমালোচনা থামাতে বড় কোনও পরিবর্তনের ঘোষণা করতে পারেন।

শনিবারই আবার রাজ্যের চার পুরনিগমের ভোট। ওইদিনই তৃণমূলের এই জরুরি বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen