‘অতিরিক্ত প্রতিশ্রুতি, কম সাফল্য’, মোদীর স্বাধীনতা দিবসের ভাষণ নিয়ে কটাক্ষ তৃণমূলের
স্বাধীনতা দিবসের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণকে কেন্দ্র করে ফের তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৩০: স্বাধীনতা দিবসের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণকে কেন্দ্র করে ফের তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) আক্রমণ করেছেন। তাঁর অভিযোগ, প্রতি বছরই প্রধানমন্ত্রী ১৫ আগস্টের ভাষণে নতুন এক “শত্রু”কে চিহ্নিত করেন। আগেরবার যেখানে নিশানায় ছিলেন ‘আন্দোলনজীবী’রা, এ বার তিনি ‘অনুপ্রবেশকারী’দের টার্গেট করেছেন।
সাগরিকার দাবি, ভাষণে অতীতের সরকারের সমালোচনার পাশাপাশি মোদী আবারও নতুন “মিশন” ঘোষণা করেছেন, কিন্তু নিজের শাসনের খতিয়ান এড়িয়ে গিয়েছেন। তাঁর প্রশ্ন, ১১ বছরের শাসনে অতিরিক্ত প্রতিশ্রুতি ও কম সাফল্যের যে রেকর্ড রয়েছে, তা নিয়ে কবে প্রধানমন্ত্রী ১৫ আগস্টের ভাষণ দেবেন?
২০১৪ সালের লোকসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতির পাশাপাশি প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেওয়ার অঙ্গীকার করেছিলেন। কিন্তু ১৫ লক্ষ টাকা কোনো সাধারণ ভোটারের অ্যাকাউন্টে ঢোকেনি। আর বছরে ২ কোটি চাকরির হিসেব কী? বিরোধীরা স্পষ্ট অভিযোগ করেছেন, নরেন্দ্র মোদীর (Modi) আশ্বাস অনুযায়ী ১১ বছরে ২২ কোটি চাকরি হওয়ার কথা ছিল। বাস্তবে সংখ্যাটা মাত্র ২২ লক্ষ।
উল্লেখ্য, ২০২৫ সালের স্বাধীনতা দিবসের দিন জিএসটি সংস্কার, আগামী দু’বছরে ৩.৫ কোটি চাকরি এবং নতুন চাকরিপ্রাপ্ত যুবাদের মাসে ১৫,০০০ টাকা আর্থিক সহায়তা, ২০৪৭ সালের মধ্যে নিউক্লিয়ার এনার্জি ক্ষমতার ১০ গুণ বৃদ্ধির মতো একাধিক বৃহৎ পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছেন মোদী। রাজনৈতিক বিশ্লেষকদের প্রশ্ন এবারেও কী গালভরা প্রতিশ্রুতি দিয়ে তথ্যের ‘জাগলারি’-র পথেই হাঁটবেন মোদী?