জল, নারী সুরক্ষা, খনি সমস্যার মতো বিষয়গুলি নিয়ে লড়বে তৃণমূল: গোয়ায় লিয়েন্ডার

গত অক্টোবর মাসের শেষে গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে লাজুক মুখে বলে

November 12, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

গোয়ায় আগামী বছর হতে চলা বিধানসভা নির্বাচনে প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ তৃণমূল কংগ্রেসের প্রধান মুখ হয়ে উঠবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে অক্টোবরের শেষে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরে দলে যোগ দেওয়ার পর ক্রমশ তাঁর গুরুত্ব বাড়ছে দলে। বুধবার গোয়ার দলীয় নেতা কর্মীদের সঙ্গে বৈঠকে দেখা গিয়েছে পেজকে। দক্ষ রাজনীতিকের কায়দায় এক দিকে তিনি বলেছেন, “আমরা জল, নারী সুরক্ষা, খনি সমস্যার মতো কঠোর বাস্তব বিষয়গুলি নিয়ে কাজ করতে চাই। এই নিয়ে বিজেপির মুখোমুখি সংঘাতে যেতে চাই। এমন কোনও গর্তে পা রাখতে চাই না যেখানে অন্য দল আমাদের টেনে নিয়ে যাবে।”

গত অক্টোবর মাসের শেষে গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে লাজুক মুখে বলে থাকতে দেখা গিয়েছেল পেজকে। মমতাও তাঁকে সম্বোধন করেছিলেন, ‘আমার মিষ্টি ভাই’ বলেই। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি কাকে ভাবছেন, সাংবাদিক সম্মেলনে এই প্রশ্নের জবাবে তৃণমূল নেত্রী যে দু’তিন জনের নাম আলগোছে বলেন, তার মধ্যে প্রথমেই ছিল পেজের নামটি। স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen