স্বৈরাচারের হাত থেকে দেশকে বাঁচাতে সংসদের শীতকালীন অধিবেশনে সরব হবে তৃণমূল

এতদিন সিবিআই ও ইডি প্রধান দুই বছর করে নিজেদের পদে থাকতে পারতেন। যা বাড়িয়ে পাঁচ বছর করা হল। এই বিষয় নিয়ে সরব হবে তৃণমূল।

November 15, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

‘ভারতকে স্বৈরাচারের হাত থেকে বাঁচাতে নির্বাচিত দলগুলি সংসদের শীতকালীন অধিবেশনে যা যা করার দরকার করবে, জানলো তৃণমূল কংগ্রেস। এবিষয়ে টুইটারে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ ব্রায়েন।

সিবিআই ও ইডি প্রধানের মেয়াদ বাড়ানোর লক্ষ্যে দুটি অধ্যাদেশ এনেছে কেন্দ্র। যার জেরে উভয় সংস্থার প্রধানের মেয়াদ বেড়ে পাঁচ বছর হয়েছে। উভয় অধ্যাদেশেই ইতিমধ্যেই সই করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এতদিন সিবিআই ও ইডি প্রধান দুই বছর করে নিজেদের পদে থাকতে পারতেন। যা বাড়িয়ে পাঁচ বছর করা হল। এই বিষয় নিয়ে সরব হবে তৃণমূল।

উল্লেখ্য, মোদীর জমানায় সংসদে বিল পাশের বদলে বেড়ে চলেছে অধ্যাদেশ। দেখা যাচ্ছে, স্বাধীনতার প্রথম ৩০ বছরে ১০টি বিল পিছু ১টি অধ্যাদেশ জারি করা হয়েছিল। তার পরের ৩০ বছরে ১০টি বিল পিছু ২টি অধ্যাদেশ জারি করা হয়েছিল। ষোড়শ লোকসভায় (২০১৪-২০১৯) ১০টি বিল পিছু ৩.৫টি অধ্যাদেশ জারি করা হয়েছিল। সপ্তদশ লোকসভায় (২০১৯-বর্তমান) ১০টি বিল পিছু ৩.৭টি অধ্যাদেশ জারি করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen