নৈরাজ্যবাদী ধনখড়ের বিরুদ্ধে টুইটার ট্রেন্ড তৃণমূলের

জ্যপাল জগদীপ ধনখড়কে দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

June 28, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

রাজ্যপাল জগদীপ ধনখড়কে (Jagdeep Dhankhar) দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee)। জৈন হাওয়ালা কাণ্ডে (Jain Hawala Case) ধনকড় অভিযুক্ত বলে দাবি করেছেন তিনি। সাংবাদিক সম্মেলন করে তাঁর অভিযোগ ওড়ান রাজ্যপাল। তাঁর দাবি, জৈন হাওয়ালার চার্জশিটে আমার নাম ছিল না। পাশাপাশি, মুখ্যমন্ত্রীর মন্তব্যকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেও দাবি করেন রাজ্যপাল।

এরপরই তাঁর বিরুদ্ধে নৈরাজ্যের অভিযোগ তুলে সরব হল তৃণমূল।
আজ রাজ্যপালকে নৈরাজ্যবাদী বলে একের পর এক টুইট করতে থাকেন তৃণমূলের নেতা, মন্ত্রী, কর্মীরা। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় #DisruptiveDhankhar।

তৃণমূলের (TMC) বক্তব্য রাজ্যপাল সাংবিধানিক পদে বসে রাজ্য সরকারের বিরোধীতা করে বিজেপির হয়ে কাজ করছেন।

রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) টুইটে লিখেছেন, নিজের পদের অপব্যবহার করে বিজেপির হয়ে কাজ করছেন রাজ্যপাল।

সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee)অভিযোগ করেন, রাজ্যপাল বিজেপির (BJP) মুখপাত্র হিসেবে কাজ করছেন।

মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)লেখেন, বিজেপির মনিবদের খুশি করতে রাজ্যপাল ক্রমাগত বাংলার মানুষের অপমান করে চলেছেন।

সুজিত বোস (Sujit Bose) টুইটে লেখেন, রাজ্যপাল শুধু টুইটারে বক্তৃতা দেন, আর বিজেপির হয়ে প্রচার করেন। উনি এমন সময় উত্তরবঙ্গে গেলেন যখন রাজ্যভাগের চক্রান্ত চলছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen