SIR: মতুয়া উদ্বেগে সরব তৃণমূল, ঠাকুরবাড়িতে যাচ্ছে তিন সদস্যের প্রতিনিধিদল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫.০০: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা প্রক্রিয়া (Special Intensive Revision) নিয়ে মতুয়া সম্প্রদায়ের আশঙ্কা ঘিরে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। দীর্ঘ অনশন-আন্দোলনে বহু মানুষ অসুস্থ হয়ে পড়ায় উদ্বেগ আরও বেড়েছে। এই প্রেক্ষাপটে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress) জানিয়েছে যে পরিস্থিতির ওপর তাঁরা নিয়মিত নজর রাখছেন এবং মতুয়া সমাজের দাবিকে যথাযোগ্য গুরুত্ব দিচ্ছেন।
আজ বিকেল সাড়ে তিনটেয় ঠাকুরবাড়িতে পৌঁছবেন দলের তিন সদস্যের এক বিশেষ প্রতিনিধিদল, ডাঃ শশী পাঁজা, শ্রী স্নেহাশিস চক্রবর্তী এবং রাজ্য সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ। তাঁরা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পাঠানো চিঠির বার্তা সেখানে উপস্থিত মতুয়া সম্প্রদায়ের সামনে পড়ে শোনাবেন।
দলীয় সূত্রে জানানো হয়েছে, তৃণমূল আগেই স্পষ্ট করেছে যে বাংলা-বিরোধী বিজেপি কোনও মতুয়া ভাই বা বোনের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে চাইলে তার বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই করা হবে। মতুয়া সমাজের স্বার্থ রক্ষায় তারা কোনও আপস করবে না বলে দৃঢ় অবস্থান নিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।