পারফরম্যান্স রিভিউ করে প্রার্থী নির্বাচন করবে তৃণমূল

December 6, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:২৪: ডিসেম্বরের শুরুতেই শীতের দাপট শুরু হয়েছে। পাশাপাশি এখন থেকে ভোটজ্বরে তেতে উঠছে বাংলা। ঘুঁটি সাজানো শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলির। আর তার থেকেও একধাপ এগিয়ে ‘টিকিটের হিসেব’ শুরু করে দিয়েছে শাসক তৃণমূল কংগ্রেস। একটা বিষয় স্পষ্ট—চাইলেই টিকিট মিলবে না। গতবার জিতে থাকলেও না। গত মাসের ২৪ তারিখ দলের বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় খোলাখুলি জানিয়ে দিয়েছেন, ‘কোনও দাদা ধরে টিকিট পাওয়া যাবে না। শুধু পারফরম্যান্স।’

ঠিক এই কারণেই বসে গিয়েছে ‘স্ক্যানার’। প্রত্যেক বিধায়কের উপর। সেইসঙ্গে এসআইআর প্রক্রিয়ায় কোন বিধায়ক কতটা মানুষের পাশে থাকছেন, তারও পর্যালোচনা চলছে। সব মিলিয়েই তৈরি হবে মার্কশিট। আর তার ভিত্তিতে টিকিটের ভাগ্য নির্ধারণ। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ‘উন্নয়নের পাঁচালি’ শীর্ষক যে রিপোর্ট কার্ড প্রকাশ হয়েছে, সেটাও আগামী দিনে এলাকা ধরে প্রচারের কর্মসূচি নেওয়া হচ্ছে। সেদিকেও নজর রাখবে দলের শীর্ষ নেতৃত্ব। অর্থাৎ, তৃণমূল বিধায়করা কতটা দায়িত্বের সঙ্গে সেই কর্মসূচি পালন করবেন, তাও থাকবে নজরে।

‘সৎ, পরিশ্রমী এবং মানুষের জন্য কাজ করবেন, এমন কর্মীই আমি চাই’ —এই বার্তা খোলা মঞ্চ থেকে এর আগেও দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সমীকরণেই নির্বাচনের আগে তৃণমূল আরও কঠোর এবং তীক্ষ্ম নজরদারিতে নেমে পড়েছে। বিধায়কদের পারফরম্যান্স বা যোগ্যতাই এবার তৃণমূলের প্রধান নজরদারির মধ্যে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen