SIR-এর মাঝেও বাংলায় জিতবে তৃণমূল: ঝাঁঝালো পোস্ট তৃণমূল সাংসদের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:১৬: রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien) মঙ্গলবার ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়াকে কটাক্ষ করে বলেছেন, এটি “অত্যন্ত আপসকামী (Extremely Compromised) সংস্থা দ্বারা পরিচালিত এক প্রতারণা।” তিনি দাবি করেছেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস আবারও ক্ষমতায় ফিরবে।
এই এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে এসেছে তৃণমূল। মঙ্গলবার কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিবাদ মিছিল হয়, যেখানে তিনি অভিযোগ করেন যে, কেন্দ্রের বিজেপি সরকার এবং নির্বাচন কমিশন মিলিতভাবে “নীরব ও অদৃশ্য কারচুপি” চালাচ্ছে।
নির্বাচন কমিশন নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে ১২টি রাজ্য ও কেন্দ্র-শাসিত অঞ্চলে এই দ্বিতীয় দফার পুনর্বিবেচনা কাজ শুরু করছে, যার মধ্যে রয়েছে বাংলাও।
ডেরেক ও’ব্রায়েন এক্স-এ পোস্ট করে নির্বাচন কমিশনকে “অত্যন্ত আপসকামী” বলে কটাক্ষ করেন এবং লেখেন, “২০১১, ২০১৪, ২০১৬, ২০১৯, ২০২১, ২০২৪ – একের পর এক নির্বাচনে জয়। মানুষ তৃণমূলের ওপর ভরসা রেখেছে।” তিনি আরও বলেন, “আজ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় জনগণকে সঙ্গে নিয়ে লড়ছেন এসআইআরের বিরুদ্ধে।”
ডেরেক ও’ব্রায়েনের কথায়, “২০২৬ সালে আবারও বাংলার নির্বাচন আসছে, ফল হবে জয়।”