“বিধানসভা ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় তৃণমূলই আসছে”- মমতা বন্দ্যোপাধ্যায়
পিএম কিষাণ নিধি সম্মান নিয়েও প্রধানমন্ত্রীর সমালোচনার জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
February 8, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

আজ বাজেটের জবাবি ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) কেন্দ্রের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “বিধানসভা ভোটে তৃণমূলই (TMC) বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে।” সেই সঙ্গে পিএম কিষাণ নিধি সম্মান নিয়েও প্রধানমন্ত্রীর সমালোচনার জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান, “কেন্দ্রের পোর্টালে ২২ লক্ষ কৃষকের নাম রয়েছে। তার মধ্যে ৬ লক্ষ নাম কেন্দ্র রাজ্যের কাছে পাঠিয়েছিল। আড়াই লক্ষ নাম ভেরিফিকেশন করে রাজ্য পাঠিয়ে দিয়েছে। তাঁদের টাকা দিতে শুরু করুক কেন্দ্র”, দাবি মুখ্যমন্ত্রীর।