আইএমএ রাজ্য কমিটিতে তৃণমূলের জয়জয়কার
অনেক দিন পর আইএমএ-র রাজ্য কমিটিতে ভোট হল। তৃণমূল কংগ্রেস প্যানেলের বিরুদ্ধে লড়াইয়ে ছিল ডেমোক্রেটিক ফ্রন্ট এবং বিজেপি সমর্থিত প্যানেল।

ত্রিমুখী লড়াইয়ে ইন্ডিয়ান মেডিক্যাল আসোসিয়েশন (Indian Medical Association) (আইএমএ) পশ্চিমবঙ্গ শাখায় জয়ী হল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সমর্থিত প্যানেল। ২১টি পদের প্রতিটিতেই তাদের প্যানেলের প্রার্থীরা জিতেছেন। ডাঃ শান্তনু সেনের নেতৃত্বে লড়াই হয়। ৩৮৭ ভোট পেয়ে ২০২১- ২২ সালের জনা প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী ডাঃ সন্তোষ মণ্ডল।
আর ২০২২-২৩ সালের জন্য ৩৫৭ ভোট পেয়ে প্রেসিডেন্ট নিবাচিত হয়েছেন প্রাক্তন বিধায়ক ডাঃ এম এ কাসেম। ৪৫৮ ভোট পেয়ে সেক্রেটারি পদে জয়ী হয়েছেন ডাঃ শান্তনু সেন (Shantanu Sen)। কোষাধ্যক্ষ পদে ৩৯৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন ডাঃ সৌরভ দত্ত।
অনেক দিন পর আইএমএ-র রাজ্য কমিটিতে ভোট হল। তৃণমূল কংগ্রেস প্যানেলের বিরুদ্ধে লড়াইয়ে ছিল ডেমোক্রেটিক ফ্রন্ট এবং বিজেপি সমর্থিত প্যানেল। মোট ৬৬৭টি ভোট পড়ে।