উড়ল সবুজ আবির, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জলকর মথুরাপুর সমবায় ভোট জয় তৃণমূলের

September 7, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৩০: নদিয়া জেলার ভীমপুর থানার অন্তর্গত জলকর মথুরাপুর সমবায় সমিতির নির্বাচনে (Jalkar Mathurapur Cooperative Election) জয় পেল তৃণমূল কংগ্রেস। ৫৮টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন তৃণমূল প্রার্থীরা। রবিবার সবুজ আবির খেলায় মাতলেন স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা। জানা যাচ্ছে, ১৯ এবং ২০ আগস্ট মনোনয়নের তারিখ ছিল। ৫৮ জন তৃণমূল প্রার্থী মনোনয়ন জমা দিলেও বিরোধীদের কেউ কোনও মনোনয়ন জমা দেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন তৃণমূল প্রার্থীরা।

স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, বিরোধী বলে কিছু নেই। থাকলে একজন হলেও প্রার্থী দিতে পারত বিরোধীরা। এই জয় আগামিদিনে আরও অক্সিজেন জোগাবে। সামনেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে জলকর মথুরাপুর সমবায় সমিতিতে শাসকদলের জয়জয়কার কর্মীদের মনোবল যথেষ্ট বাড়বে বলে মনে করছে স্থানীয় জোড়াফুল নেতৃত্ব। রবিবার প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে জয়ী প্রার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

দীর্ঘদিন ভীমপুর পঞ্চায়েত বিজেপির দখলে রয়েছে। সাংগঠনিকভাবে এলাকায় যথেষ্ট মজবুত পদ্ম শিবির। তারপরেও সমবায় সমিতির ভোটে একজনকেও প্রার্থীপদে কেন
দাঁড় করানো হল না? উঠছে প্রশ্ন। অন্যদিকে, শনিবার বিজেপির হাতে থাকা আরও এক পঞ্চায়েত এলাকায় ফের সমবায় ভোটে বিপুল জয় পেয়েছে তৃণমূল। শনিবার কাঁথি- ১ ব্লকের বাড়চুনফলি সমবায় কৃষি উন্নয়ন সমিতির ডেলিগেট নির্বাচন ছিল। মোট ৫৩টি আসনের মধ্যে ৩৮টি আসনেই জয়ী হয়েছে তৃণমূল। বিজেপি ১৫টি আসন পায়। বিজেপির দখলে থাকা আরও এক পঞ্চায়েতে সমবায় ভোটে দাপটের সঙ্গে জয় পেল তৃণমূল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen