নেই দলের কর্মীরা, বিজেপি কর্মীর বাবার দেহ সৎকারে তৃণমূল পঞ্চায়েতের প্রধান
জামালপুরের তৃণমূল বিধায়ক অলোক কুমার মাঝি বলেন, আমাদের কর্মীরা যে মহৎ উদ্যোগে সামিল হয়েছে তার জন্য তাদেরকে সাধুবাদ জানাই। এভাবেই দল না দেখে এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেছি সকলকে।

বিজেপি (BJP) কর্মীর বাবার দেহ সৎকার করলেন তৃণমূল পঞ্চায়েতের প্রধান। ঘটনাটি ঘটেছে জামালপুর ব্লকের পাঁচড়া গ্রাম পঞ্চায়েতের হাবাসপুর এলাকায়। শুক্রবার সকালে স্থানীয় এক বিজেপি কর্মীর বাবা নালিনি বালা বাড়িতে মারা যান। তিনি কোভিড (COVID) পজিটিভ ছিলেন বলে গ্রামের লোকেরা এগিয়ে আসেননি। এমনকি দলের কর্মীদের বললেও তাঁরা এগিয়ে আসেননি।
পরে খবর পেয়ে পঞ্চায়েতের পক্ষ থেকে প্রধান লালু হেমব্রম নিজে উদ্যোগ নিয়ে কর্মীদের নিয়ে গিয়ে দেহ সৎকার করেন। তিনি বলেন, করোনা এবং যশ মোকাবিলার জন্য একটি হেল্পলাইন নাম্বার চালু করেছিলাম সেখানে ফোন আসে। আমরা জানতে পেরে ওনার বাড়িতে গিয়ে দেখি করোনা আক্রান্ত তিন ছেলে প্রচন্ড কান্নাকাটি করছেন। তখন করোনা বিধি মেনে ওনার দেহ সৎকারের উদ্যোগ নিয়েছি। আমি এবং পঞ্চায়েত উপপ্রধানসহ দলের কর্মীরা সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থেকে ওনার দেহ সৎকার করেছি।
জামালপুরের তৃণমূল বিধায়ক অলোক কুমার মাঝি বলেন, আমাদের কর্মীরা যে মহৎ উদ্যোগে সামিল হয়েছে তার জন্য তাদেরকে সাধুবাদ জানাই। এভাবেই দল না দেখে এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেছি সকলকে।