নৈহাটি বিধানসভার উপনির্বাচনে হাই ভোল্টেজ প্রচার, তাবড় নেতাদের নামিয়েছে তৃণমূল

উপনির্বাচন ঘিরে নৈহাটি বিধানসভায় প্রচারের ঝড় চলছে। ফি দিন রোড শো, সভা হচ্ছে। পদযাত্রা এবং সভা করে গিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম, শশী পাঁজা, স্নেহাশিস চক্রবর্তী, রথীন ঘোষ, মদন মিত্র।

November 10, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উপনির্বাচন ঘিরে নৈহাটি বিধানসভায় প্রচারের ঝড় চলছে। ফি দিন রোড শো, সভা হচ্ছে। পদযাত্রা এবং সভা করে গিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম, শশী পাঁজা, স্নেহাশিস চক্রবর্তী, রথীন ঘোষ, মদন মিত্র। শনিবার প্রচার করেন শোভনদেব চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, সায়নী ঘোষ প্রমুখ। রাজ্যের আরও মন্ত্রী-সহ বিধায়করা আসবেন। দিলীপ ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়, শমীক ভট্টাচার্যদের প্রচারে নামিয়েছে গেরুয়া পার্টি।

রাজনৈতিক মহলে চর্চা চলছে অর্জুন সিংকে নিয়ে, প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে নৈহাটিতে প্রচারে দেখাই যাচ্ছে না। এ ব্যাপারে সাংসদ পার্থ ভৌমিকের কটাক্ষ, তাহলে কি বিজেপি স্বীকার করে নিল, ২০১৯-র অত্যাচার ফিরে আসার আশঙ্কায় মানুষ বয়কট করেছে অর্জুনকে? তাই বিজেপি ভয় পাচ্ছে, তাঁকে প্রচারে রাখতে! এখনও প্রচারে ঝাঁপিয়ে পড়তে দেখা যায়নি অর্জুন সিংকে।

সিপিআইএম লিবারেশনের প্রার্থী দেবজ্যোতি মজুমদারের হয়ে প্রচার করছেন মহম্মদ সেলিম, দীপঙ্কর ভট্টাচার্যরা। নতুন প্রতীক চেনাতে হিমশিম খেতে হচ্ছে সিপিএম কর্মীদের। বামপন্থী ভোটারদের ভোট কোথায় যায় সেটাই দেখার। কংগ্রেসের সঙ্গে জোট হয়নি সিপিএমের। আলাদা দাঁড়িয়েছে কংগ্রেস। কংগ্রেস প্রার্থী পরেশ সরকারের হয়ে প্রচার করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। প্রচারের শেষ লগ্নে বারাকপুর শিল্পাঞ্চলের সব বিধায়ককে সঙ্গে নিয়ে বড় মিছিলের পরিকল্পনা করেছেন পার্থ ভৌমিক। উপনির্বাচন হলেও ভোটের পারদ সরগরম নৈহাটি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen