অভিনব প্রচার তৃণমূলের, প্রকাশিত হতে চলেছে বই, নাম ‘দিদি’

 ২০২৬ সালে বাংলায় বিধানসভা নির্বাচন।

January 28, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
বাগদা বিধানসভা আসনটি বিজেপির থেকে ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০২৬ সালে বাংলায় বিধানসভা নির্বাচন। সব রাজনৈতিক দল কৌশল সাজাতে শুরু করেছে। এবারের বিধানসভা নির্বাচনে মহিলাদের ভোটের উপর বাড়তি নজর দেওয়া হচ্ছে। মহিলাদের জন্য একাধিক প্রকল্প এনেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারের উদ্দেশ্যে বই প্রকাশ করা হচ্ছে।

বইটির নাম, ‘‌দিদি’‌। বইয়ের নিচে লেখা রয়েছে, ‘‌মহিলাদের সাথে মহিলাদের পাশে।’‌ মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য যেসব প্রকল্প এনেছেন, সে’সবের উল্লেখ তো থাকছেই, এমনকী কোন প্রকল্প কতজন মহিলা পেয়েছেন তার হিসাবও থাকবে। সামাজিক প্রকল্পগুলিতে কেমন সুবিধা মিলছে সেটাও লেখা থাকছে।

লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, মেধাশ্রী–সহ নানা সামাজিক প্রকল্প মহিলাদের জন্য নিয়ে এসেছে রাজ্য। একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে সমস্ত নির্বাচনে বিরোধীদের আর প্রভাব পড়েনি রাজ্য রাজনীতিতে। লোকসভা নির্বাচনেও ঘাসফুলের ঝড় দেখা গিয়েছে। সমস্ত উপনির্বাচনেও জয়ী হয়েছে তৃণমূল। প্রত্যেকটি ভোটেই তৃণমূল কংগ্রেস বিপুল জয় পেয়েছে। নেপথ্যে ছিল মহিলা ভোট।
বাংলার মানুষ ভরসা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উপরই। এখন রাজ্যজুড়ে ‘‌দুয়ারে সরকার’‌ চলছে। এমন সময় ‘‌দিদি’‌ বই প্রকাশ তাৎপর্যপূর্ণ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen