বাংলা ও বাঙালির হেনস্থা: Parliament Monsoon Session-র শেষদিনে অভিনব প্রতিবাদ তৃণমূলের
বাদল অধিবেশন চলাকালীন প্রায় প্রতিদিনই বাংলা এবং বাংলাভাষীদের হেনস্থার ইস্যুতে সংসদ চত্বরে বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল সাংসদরা।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০৫: বাংলা ও বাঙালির হেনস্থা ইস্যুতে চলতি বাদল অধিবেশনের শেষদিনেও (Parliament Monsoon Session 2025) সংসদ চত্বরে প্রতিবাদ দেখাল তৃণমূল। যদিও অন্যদিনের তুলনায় আজ, বৃহস্পতিবারের বিক্ষোভ ছিল অন্য ধরনের। এদিন জীবনানন্দ, রবীন্দ্রনাথের কবিতা, নজরুলের গান গেয়ে গোটা সংসদ চত্বর ভ্রমণ করেছেন তৃণমূল সাংসদরা।
বিজেপি রাজ্যে বাঙালিদের হেনস্থা, ‘বাংলাদেশি’ সন্দেহে ধরপাকড়, ‘পুশব্যাক’ বিতর্কে গোটা দেশে প্রতিবাদ চলছে। বাংলার শাসকদল তৃণমূলই সর্বপ্রথম এই ইস্যুতে সরব হয়। সংসদে রীতিমতো ঝড় তোলে বাংলার তৃণমূল সাংসদেরা। এরপর ভাষা-সন্ত্রাস নিয়ে বাংলার পাশে দাঁড়িয়েছে অন্যান্য আঞ্চলিক দলগুলি। সংসদের বাদল অধিবেশনে প্রায় প্রতিদিনই তৃণমূল সাংসদরা বাঙালি হেনস্থার প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। আজ, বৃহস্পতিবার অধিবেশনের অন্তিম দিনেও ব্যতিক্রম হল না।
আজ, অধিবেশন শুরুর আগে লোকসভা ও রাজ্যসভার তৃণমূল সাংসদরা হাতে পোস্টার, ব্যানার নিয়ে বিক্ষোভে শামিল হয়েছিলেন। ‘বাংলার অপমান মানছি না, মানব না’ বলে স্লোগান তোলেন মহুয়া মৈত্র, মৌসম নূর, জুন মালিয়া, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা।
বাংলা এবং বাংলাভাষীদের হেনস্থার প্রতিবাদ-মঞ্চ রূপে সংসদকেই বেছে নিয়েছে বাংলার শাসকদল। বাদল অধিবেশন চলাকালীন প্রায় প্রতিদিনই এই ইস্যুতে সংসদ চত্বরে বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল সাংসদরা। অন্যান্য বিজেপি বিরোধী দলগুলিও ওই বিক্ষোভে শামিল হয়েছেন।