তৃণমূলের বিজয়া সম্মিলনী: ২৬শের বিধানসভা ভোটের লক্ষ্যে রাজ্যজুড়ে জনসংযোগের মেগা কর্মসূচি

October 3, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৩৮: পাখির চোখ ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। রাজ্যজুড়ে জনসংযোগ বাড়াতে বিজয়া সম্মিলনীর আয়োজন করছে তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী ৫ অক্টোবর, রবিবার থেকে শুরু হবে এই কর্মসূচি, যা চলবে রাজ্যের প্রতিটি ব্লকে। এই সম্মেলনীর মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে চাইছে ঘাসফুল শিবির।

জানা গিয়েছে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এই কর্মসূচির পরিকল্পনা করেছেন। তাঁর নির্দেশে প্রায় ৫০ জনেরও বেশি নেতা-সাংসদ, বিধায়ক, মন্ত্রী ও ছাত্রনেতা-রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে বিজয়া সম্মিলনীতে (Bijoya Sammilani) অংশ নেবেন। তাঁরা মানুষের সঙ্গে কথা বলবেন, তাঁদের অভাব-অভিযোগ শুনবেন এবং দলের বার্তা পৌঁছে দেবেন।

তৃণমূল (TMC) সূত্রে জানা গিয়েছে, এই সম্মেলনীর মাধ্যমে কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের বঞ্চনার অভিযোগ, বাঙালি অস্মিতার উপর আঘাত এবং বিজেপি (BJP) শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকদের (Migrant worker) উপর অত্যাচারের বিষয়গুলি তুলে ধরা হবে। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতে এই কর্মসূচি তৃণমূলের কৌশলগত পদক্ষেপ।

পুজোর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে জনসংযোগের উপর বিশেষ গুরুত্ব দেন। বিশেষ করে যেখানে সংগঠন তুলনামূলক দুর্বল, সেখানে আরও সক্রিয়ভাবে মানুষের কাছে পৌঁছনোর নির্দেশ দেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজয়া সম্মিলনী নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতে তৃণমূলের নতুন হাতিয়ার। এই কর্মসূচি কতটা প্রভাব ফেলবে ভোটের ময়দানে, তা সময়ই বলবে। তবে তৃণমূলের এই উদ্যোগ যে নির্বাচনী প্রস্তুতিরই অংশ, তা স্পষ্ট।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen