Tripura: ধরা পড়া বাংলাদেশীদের ডিটেনশন ক্যাম্প থেকে পালাতে দিল বিজেপির প্রশাসন

October 5, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০০: ভারতীয় বাঙালিদের অকারণে অত্যাচার করলো বিজেপির সরকারেরা, কিন্তু ধরা পড়া আসল বাংলাদেশীদের (Bangaldeshi infiltrators) পালিয়ে যেতে দিল বিজেপির (BJP) নিয়ন্ত্রণাধীন ত্রিপুরা সরকারের প্রশাসন। ত্রিপুরার (Tripura) পশ্চিম জেলার নৃসিংহগড়ে অবস্থিত একটি ডিটেনশন ক্যাম্প থেকে ৩রা অক্টোবর রাতে ১৮ জন বাংলাদেশী নাগরিক অদ্ভুতভাবে পালিয়ে যেতে সক্ষম হন। এই সকল অনুপ্রবেশকারীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে ছিল এবং নথিপত্র না থাকায় তাদেরকে গ্রেফতার করে এই কেন্দ্রে রাখা হয়েছিল।

 

ত্রিপুরা পুলিশের এক কর্তার বক্তব্য অনুযায়ী, এই ঘটনাটি ঘটেছে ঠিক যখন এই সকল অনুপ্রবেশকারীদের তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছিল। এই নিয়ে প্রশ্ন উঠেছে বিজেপির রাজ্য সরকারের নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

 

মজার ব্যাপার হল, গত কয়েকদিন আগেই উত্তর ত্রিপুরার ধর্মনগর উপ-জেলা কারাগার থেকে ছ’জন কয়েদি পালিয়ে গিয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার।

 

এই ঘটনায় একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে যে, যেখানে ভারতীয় বাঙালি নাগরিকরা বিজেপি সরকারের কঠোর দমননীতির শিকার হচ্ছেন, সেখানে প্রকৃত বাংলাদেশী অনুপ্রবেশকারীরা সহজেই সরকারী নজরদারি এড়িয়ে পালাতে সক্ষম হচ্ছে। এই ধরণের ঘটনা বারবার ঘটার পরেও বিজেপির পক্ষ থেকে কোনও জবাবদিহিতা না থাকায় সাধারণ মানুষের মনে আশঙ্কা জন্ম নিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen