বিপ্লবের কীর্তিকলাপ – তারাশঙ্করকে শ্রদ্ধা জানাতে গিয়ে শরদিন্দুর ছবি

প্রশ্ন উঠেছে, এটা কি শুধুই তথ্যের অভাব! নাকি জেনে শুনে বাংলাকে অপমান?

July 23, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

বিজেপির বিরূদ্ধে প্রায়ই অভিযোগ ওঠে যে তারা হিন্দিবাদী দল, বাংলা সংস্কৃতির সাথে যোগ বিশেষ নেই। অভিযোগ যে একদম ভুল না, তার প্রমাণ প্রায়ই পাওয়া যায়। অমিত শাহ রবীন্দ্রনাথের জন্মস্থান শান্তিনিকেতন বানিয়ে দিয়েছিলেন, মহাশ্বেতা দেবীর প্রয়াণে শোকবার্তায় আশাপূর্ণা দেবীর বইয়ের নাম লিখেছিলেন। দিলীপ ঘোষ তো সহজ পাঠ বিদ্যাসাগরের বই বলে দিলেন।

এবার, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সেই ধারাই বজায় রাখলেন। আজ তারাশঙ্কর বন্দোপাধ্যায়ের জন্মদিনে তাঁকে ‘বিনম্র শ্রদ্ধা’ জানিয়ে টুইট করতে গিয়ে শরদিন্দু বন্দোপাধ্যায়ের ছবি দিয়ে বসলেন। তারপরই সামাজিক মাধ্যমে ট্রোল্ড হচ্ছেন তিনি।

প্রশ্ন উঠেছে, এটা কি শুধুই তথ্যের অভাব! নাকি জেনে শুনে বাংলাকে অপমান?

দেখে নিন সেই ঐতিহাসিক টুইটঃ

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen